স্টাফ রিপোর্টার, কলকাতা: আজ ভ্যালেন্টাইনস ডে৷ আকাশ জুড়ে শুধু ভালবাসার রঙ৷ এই প্রেম দিবসে মনের মানুষের সঙ্গে বেশ কিছুক্ষণ একটু অন্যরকমভাবে কাটাতে চান? তাহলে নৌকা বিহারে বেড়িয়ে আসতে পারেন ইতিহাসে ভরা চন্দননগর ও শ্রীরামপুর। এখনও সেখানে রয়েছে ফরাসি উপনিবেশের স্পর্শ৷ ‘ইউরোপিয়ান সেটেলমেন্টস বোট রাইড’-এর সৌজন্যে আপনার ভালবাসার দিনটি হয়ে উঠবে অনন্যময়।

ড্যানিশ কালচারাল ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বুক স্টোরের সঙ্গে যৌথভাবে বিশেষ এই নৌকাবিহারের আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। ভ্যালেন্টাইনস ডে’তেই এর শুভ সূচনা হল।

১৪ ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার ও রবিবার হবে এই নৌকাবিহার। সকাল ৯টার সময় বোট ছেড়েছে মিলেনিয়াম পার্ক জেটি থেকে। সেখানেই আবার ফিরে আসবে রাত ন’টায়। ১১ ঘণ্টার এই সফরে বোট দুপুর ১টায় দাঁড়াবে চন্দননগর ও বিকেল সাড়ে ৩টেতে শ্রীরামপুরে। দুই জায়গায় দেড় ঘণ্টা করে দাঁড়াবে বোট।মাত্র জনপ্রতি ৩৫০ টাকায় একটি গোটা দিন ঘুরে বেরানো যাবে।

জানা গিয়েছে, ফেরি প্রথমে পৌঁছবে শ্রীরামপুরে। সেখানে খাওয়া দাওয়ার ব্য়বস্থা থাকবে। নেমে একটু ঘুরে নেওয়া যাবে। দেড় ঘণ্টা পর শ্রীরামপুর থেকে ছাড়বে ভেসেল। যাবে চন্দননগর। সেখানে পৌঁছেও বেড়াতে পারবেন পর্যটকরা। বিশেষ ভেসেলে থাকবে খাওয়া দাওযার ব্য়বস্থাও। তবে তার জন্য় বাড়তি টাকা দিতে হবে।

বোটে মিলবে ফ্রি ওয়াইফাই। থাকছে ক্যাফে, সেলফি জোন এবং আস্ত একটি লাইব্রেরি। থাকছে ওপেন ডেস্কও।  মন ভাল করতে বাজানো হবে ড্যানিশ ও ফ্রেঞ্চ মিউজিক। চাইলে ইউরোপিয়ানের ইতিহাসের সিনেমাও দেখতে পারেন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।