শান্তনুর তরফ থেকে উড়ে এল খোঁচা
তৃণমূল আগামী ২০ ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করার কথা জানানোর পরই বিজেপি সাংসদ তথা মতুয়াদের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছেন, সভা করতেই পারে তৃণমূল। কিন্তু কত লোক হবে, সে আমার থেকে ভালো কেউ জানে না। জ্যোতিপ্রিয় মল্লিক ওই সভায় লক্ষাধিক লোকের সমাগম করবেন বলে জানানোর পরই শান্তনুর তরফ থেকে উড়ে এল খোঁচা।
ঠাকুরনগরে তৃণমূলের ফ্লপ শো হবে
বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, অমিত শাহের সভায় ২ লক্ষেরও বেশি লোক হয়েছিল। আর তৃণমূল টার্গেটই করছে ১ লক্ষ। এদিকে মুখে বলছে বিজেপির থেকে তিনগুণ লোক সমাগম করবে তৃণমূল। তৃণমূলে সঙ্গে আর অত লোক নেই। ঠাকুরনগরে তৃণমূলের ফ্লপ শো হবে বলেও দাবি করেন তিনি।
যতই জল ঢালুক, রেকর্ড সমাগম হবে
জ্যোতিপ্রিয় বলেন, আমরা মতুয়াদের সেই ভুল ভেঙে দিতে সক্ষম হয়েছি। অমিত শাহ আবার যে খেলা খেলে গিয়েছেন, তা নিয়েই ২০ ফেব্রুয়ারি ঠাকুরনগরের সভা থেকে বলব। এই সভায় লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবেন। যতই জল ঢালুক, জঞ্জাল ফেলুক, আগুন লাগাক, কিছু এসে যায় না। ঠাকুরনগরে আমাদের সভা হবে।
মতুয়াদের পাশে কারা, জনসভায় লড়াই
জ্যোতিপ্রিয় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে জানান, ঠাকুরনগরের সভায় শুধু বনগাঁ লোকসভার পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে লোক যাবে। হাবড়া আর অশোকনগর থেকে কোনও লোক যাবে না। কারণ আমরা শুধু মতুয়া অধ্যুষিত কেন্দ্র থেকে লোক নিয়ে গিয়ে বিজেপিকে বুঝিয়ে দিতে চাই, মানুষকে ভুল বোঝানো যাবে না। মতুয়াদের পাশে আছি আমরা। রাজনৈতিক লড়াই হবে।
ভিড় নিয়ে জ্যোতিপ্রিয়কে চ্যালেঞ্জ শান্তনুর
জ্যোতিপ্রিয়র পাল্টা শান্তনু ঠাকুরের কটাক্ষ, উনি তো ওনার কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে হেরে বসে আছেন। ওনার নিজের গড় হাবরায় জনপ্রিয়তা কত, তা নিয়েই সন্দেহ আছে। আমার গড়ে এসে চ্যালেঞ্জ দেওয়ার আগে জেনে নিন কত লোক হয়েছিল বিজেপির সভায়। ভিড় নিয়ে চ্যালেঞ্জ রইল।