কলকাতা: করোনাকালে যে সব হাসপাতালে কোভিড বেড বাড়ানো হয়েছিল৷ এবার সেই কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷ যাতে সব হাসপাতালেই সাধারণ মানুষ চিকিৎসা পায়, সেদিকেই নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর৷

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ভবন এতদিন পর্যন্ত কোভিড ওয়ার্ড ছিল৷ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে একটা অংশে তা হচ্ছে নন কোভিড। ৩ ও ৪ তলায় নন কোভিড চিকিৎসা শুরু করতে চলছে মেডিক্যাল কলেজে। আপাতত নন কোভিড সিসিইউ।

এদিকে বাংলায় কমেছে করোনা প্রকোপ৷ রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (state health department)৷ বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে করোনা আক্রান্ত (COVID-19)হয়েছেন ১৯০ জন৷

রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২ জনের৷ গত ২৪ ঘন্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগণায় ১ জন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ বাকি জেলায় মৃতের সংখ্যা শূন্য৷

বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬২ জন৷ শুক্রবার ছিল ২৬৪ জন৷ বৃহস্পতিবার ছিল ২৮৬ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৮ হাজার ২৭৭ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.৫০ শতাংশ৷

শুধু কলকাতায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৯০ জনের৷ মোট আক্রান্ত ১ লক্ষ ২৮ হাজার ৫৪৭ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৪ হাজার ৩৫৩ জন৷ এর ফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে৷

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৪৯৭ জনের৷ মোট আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার ৫০২ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৮ হাজার ৯৮২ জন৷ এর ফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে৷

একদিনে টেস্ট হয়েছে ২২ হাজার ২০৪ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৯২,২২৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৪ হাজারের সামান্য বেশি৷ তথ্য অনুযায়ী,৪ হাজার ৮৬ জন৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০৩ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।