সিএএ-তে 'ক্রস' চিহ্নিত গামছা গলায় রাহুল চড়ালেন সুর, জবাব হিমন্তর! নাগরিকত্ব ইস্যুতে পারদ চড়ছে অসম ভোটে

বাংলায় মতুয়া ভোট টানতে যেমন সিএএ বিজেপির কাছে বড় ফ্যাক্টর, আবার এর অসমের বুকেও সিএএ একটি বড় ইস্যু। এই ইস্যুতে দুই রাজ্যে বিজেপির স্টান্স যখন আতস কাচের নিচে ,তখন অসমের ভোট পারদ চড়ালেন কংগ্রেসের সভা থেকে রাহুল গান্ধী।

রাহুলের গলায় সিএএ বিরোধী গামছা!

অসমে অভ্যাগতদের সম্মান জানাতে সেখানের স্থানীয় গামছায় স্বাগত জানানো হয়। এদিন কংগ্রেসের সভায় রাহুলকে অসমের বুকে 'সিএএ ' লিখে তাতে ক্রেস চিহ্ন দেওয়া গামছা প্রদান করা হয়। পরবর্তীকালে বক্তব্য রাখতে উঠে রাহুল গান্ধী বলেন, 'আমি এই গামছা পরে আছি। এটায় সিএএ লেখা রয়েছে। এতে আমরা ক্রস লাগিয়ে রেখেছি।... '

সিএএ নিয়ে সরব রাহুল

'... মানেটা হল, যা কিছু হয়ে যাক, সিএএ হবে না। হাম দো হামারে দো .. ভালো করে শুনে নিন, কখনওই হবে না।' এদিন রাহুল গান্ধী সাফ ভাষায় এই কথা বলেন অসমের মঞ্চ থেকে। কংগ্রেসের মঞ্চ থেকে পারদ চড়িয়ে রাহুল বলেন, বিশ্বে এমন কোনও শক্তি নেই যা অসমকে ভেঙে দেবে। বিজেপির বিরুদ্ধে তোপের মাত্রা চড়িয়ে রাহুল বলেন, অসমের চা বাগানের শ্রমিকরা কম পারিশ্রমিক পাচ্ছেন, আর সেই চা বাগান কিনছে গুজরাতের শিল্পপতিরা । কংগ্রেসের সরকার এলে এটা হবে না।

সিএএ নিয়ে পাল্টা বার্তা বিজেপির হিমন্তের

এদিকে, বিজেপির তরফে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, 'কেউ সিএএ নিয়ে কথা বলছে না। সোশ্যাল মিডিয়ায় দেখুন, মানুষ ব্যস্ত সরকারের তরফে দেওয়া স্কুটি ও বাইক নিয়ে আলোচনায়। কংগ্রেস ৫০ বছর আগে পড়ে রয়েছে।' বলেই তিনি সপর চড়িয়ে বলেন, কংগ্রেসের উচিত জোরালি ইস্যুকে সামনে আনা।

'আসামকে কার থেকে বাঁচাতে চাইছ?'

এদিন হিমন্ত বিশ্বশর্মা প্রশ্ন তোলেন 'কংগ্রেসের অসম বাঁচাও' কর্মসূচি নিয়ে। তাঁর প্রশ্ন কার থেকে অসমকে বাঁচাতে চাইছে কংগ্রেস? এই প্রসঙ্গেই তিনি বলেন, কংগ্রেসের উচিত অনুপ্রবেশকারী মুসলিমদের নিয়ে একটি অবস্থানে আসা। তাঁর দাবি, কংগ্রেসের উচিত সাফ ভাষায় জানানো যে, অসমের সংস্কৃতি রক্ষায় তারা কোনপক্ষে।

'আত্মনির্ভর ভারত'-এর জয়গান, বিশ্বমানের যুদ্ধট্যাঙ্ক অর্জুনের আধুনিক সংস্করণ সেনাপ্রধানের হাতে দিলেন মোদী

More RAHUL GANDHI News