কলকাতা: ফের বাড়ল ভর্তুকিহীন গ্যাসের দাম৷ সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ল৷ কিছুদিন আগেই সিলিন্ডার প্রতি ২৫ টাকা বেড়েছিল৷ ফলে এবার ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৭৯৫ টাকা ৫০ পয়সা৷
জানুয়ারিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছিল ৭৪৫.৫০টাকা। ফের চলতি মাসে ৫০ টাকা বাড়ল৷
হিসাব বলছে গত বছর ডিসেম্বর মাস থেকে চার বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগের দু’দফায় দাম বেড়েছিল ১০০ টাকা। এলপিজি ৫ কেজি সিলিন্ডারের দাম তখন ছিল ২৭৫.৫০ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম শহরে ছিল ১৫৯৮.৫০ টাকা।
অন্যদিকে বাজেট পেশের পরই সারা দেশ আশঙ্কা করছিল, আরও বাড়তে পারে জ্বালানির দাম। এবার সেই ভাবনাই সত্যি হল । রবিবার সকালে আবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে পরপর টানা ছ’দিন ধরে জ্বালানির দাম বাড়ল। আর পরপর টানা ছ’দিন জ্বালানির দাম বাড়ার ফলে ফের রেকর্ড মাত্রায় পৌঁছলো পেট্রল এবং ডিজেলের দাম।এর ফলে এই প্রথম কলকাতায় পেট্রোলের দাম ৯০ টাকার সীমা ছাড়াল। ডিজেলের দাম ৮২ টাকা টপকে গেল ।
কলকাতায় এই মুহূর্তে পেট্রোলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রবিবার নতুন করে পেট্রোলের ২৮ পয়সা লিটারপ্রতি দাম বেড়েছে। এর ফলে এই প্রথম কলকাতায় সরকারি হিসেবে পেট্রোলের দাম ৯০ টাকার অতিক্রম করল।
সরকারি হিসেব অনুযায়ী এই মুহূর্তে শহরে ১ লিটার পেট্রোলের দাম ৯০ টাকা ১ পয়সা। তবে সাধারণ নাগরিকরা তেল কিনতে পারবেন ৮৯ টাকা ৯৯ পয়সায়। এদিকে ডিজেলের দামেও একইভাবে রেকর্ড করেছে কলকাতায় । শহরে ডিজেলের দাম এদিন বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৬৩ পয়সায় । রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম লিটারপ্রতি ৩০ পয়সা বেড়ে হয়েছে নতুন দাম হয়েছে ৮৮টাকা ৪৪ পয়সা। একইভাবে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৮ টাকা ৪৪ পয়সা।
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকা সত্বেও দেশে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির কারণ হল জ্বালানির ওপর কেন্দ্রের চাপানো অতিরিক্ত সেস এবং অন্তঃশুল্ক। সেই সঙ্গে রাজ্য সরকারগুলির বসানো শুল্কও রয়েছে এর মধ্যে। অর্থনীতিবিদরা বলছেন সরকার রাজস্ব আদায়ের হাতিয়ার করেছে জ্বালানিকে ।
যদিও সম্প্রতি বাজেট পেশের সময় পেট্রল-ডিজেলের উপর কৃষি সেস বসিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দাবি করেছিলেন, এই বাড়তি সেসের প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না। তেল বিক্রয়কারী সংস্থাগুলির ভান্ডার থেকে এই টাকা ব্যয় হবে । কিন্তু বস্তুত দেখা যাচ্ছে, বাজেট পেশের পর নিয়মিত দাম বাড়িয়েই যাচ্ছে তেল বিক্রির সংস্থাগুলি। যার জেরে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ডে পৌঁছে যাচ্ছে জ্বালানি।আর এর প্রভাবে বাজারে সব জিনিসের দাম আবার বাড়ছে।
এই প্রসঙ্গে রাজ্যের বাজার বিষয়ক টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, “এই ভাবে জ্বালানির দাম বাড়ার ফলে বাজারের সমস্ত জিনিসের দাম মাত্রা ছাড়া ভাবে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। কারণ শাক-সবজি, চাল,ডাল,তেল, নুন সবই পরিবহনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। তাই সব জিনিসের দাম বাড়বে এটাই স্বাভাবিক।”
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.