আহমেদাবাদ: বক্তব্য রাখতে রাখতে মঞ্চের মধ্যেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। জানা গিয়েছে রবিবার ভাদোদারার নিজামপুরা এলাকায় তিনি যখন সিভিক পোলের জন্য মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তখনই অজ্ঞান হয়ে যান মুখ্যমন্ত্রী।
মঞ্চেই রূপানিকে ফার্স্ট এইড দেওয়া হয়। একটু পরেই দেখা যায়, মঞ্চের সিঁড়ি দিয়ে নামছেন গুজরাতের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ভাদোদারা আসার আগে এদিন আরও দুটি সভা ছিল বিজয় রূপানির। মনে করা হচ্ছে, অত্যাধিক চাপেই শরীর ছেড়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীর।
ঘটনার পরেই এক বিজেপি নেতা সংবাদমাধ্যমকে দেওয়া স্বাক্ষাৎকারে জানান, “জনসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি পড়ে যাওয়ার সময় তাঁর নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। স্টেজের ওপরেই প্রাথমিক চিকিত্সা করার পর তাঁকে বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে আহমেদাবাদে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে।”
জানা গিয়েছে, গত দুদিন ধরে বিজয় রূপানির শরীর মোটেই ভালো ছিল না। কিন্তু তবুও শনি ও রবিবার সভা বাতিল করেননি তিনি। তবে জানা গিয়েছে, এখন বিপদ মুক্ত রয়েছে রূপানি।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁর শারীরিক অবস্থার খবর নেন মোদী। জানা গিয়েছে, রক্তচাপ কমে যাওয়ার ফলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে মুখ্যমন্ত্রীকে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.