উত্তরবঙ্গে তৃণমূলের একাংশের 'নো রোড, নো ভোট' এর ডাক! নেপথ্যে কোন ঘটনা চাগাড় দিচ্ছে

ক্রমাগত তৃণমূলত্যাগী নেতা থেকে কর্মীদের সংখ্যা বাড়তে শুরু করেছে । একের পর এক নেতা তৃণমূল ছেড়ে ভোটের আগে ক্রমাগত বেরিয়ে যেতে শুরু করেছেন। এমন এক অবস্থায় ডুয়ার্সের মাল ব্লকের অন্তর্গত তৃণমূলের একাংশ তুলে ধরল 'নো রোড, নো ভোট' এর স্লোগান।

তৃণমূলের চা মজদুর ইউনিয়নের পাশে কারা?

প্রসঙ্গত, তৃণমূলের চা মজদপর ইউনিয়ন থেকে ডুয়ার্সের বুকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মাল ব্লকের নিউ গ্লেনকো চাবাগানে মিছিল করে শাসকদল প্রভাবিত সংগঠন। তৃণমূলের চা মজদুর ইউনিয়নের সদস্যদের সঙ্গে আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরাও সামিল হয়েছেন এই চাবাগান সংলগ্ন রাস্তার প্রসঙ্গে।

কেন 'নো রোড, নো ভোট' এর ডাক?

গ্লেনকো চাবাগানের প্রবেশ পথ থেকে বেতগুড়ি পর্যন্ত কেয়ক কিলোমিটার রাস্তা এখনও কাঁচা রয়ে গিয়েছে। আর সেই জায়গা থেকেই খোদ তৃণমূল চা শ্রমিক সংগঠনের সদস্যরা এই রাস্তা পাকা করার দাবিতে সরব হন। চা শ্রমিকদের মতে, 'বহুদিন শুনে আসছি আমাদের রাস্তা পাকা হবে। এর আগে বহুবার প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়েছে। কিন্তু আশপাশের চা বাগানের রাস্তা পাকা হলেও , আমাদের এই প্রধান রাস্তাটি পাকা হয়নি।'

গ্রাম পঞ্চায়েত কী বলছে?

এদিকে, নিউ গ্লেনকো চা বাগানটিতে রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভূক্ত । এ প্রসঙ্গে, রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এলাকার বিধায়ক নিজে উদ্যোগ নিয়েছেন, ওই চাবাগানের রাস্তা পাকা করা নিয়ে। পঞ্চায়েতের তরফে বলা হয়েছে, ' কিছুদিন আগে এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন এসেছিলেন। আমরা তাঁর কাছে রাস্তার বিষয়ে প্রস্তাব দিয়েছি। তিনি আশ্বাসও দিয়েছেন রাস্তা নির্মাণের বিষয়ে।'

স্থানীয় প্রশাসন যা বলছে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা শাখার খবর বলছে, চা বাগানের শ্রমিকদের তরফে স্থানীয় প্রশাসন জানাচ্ছে যে, রাস্তা পাকা করার বিষয়ে তাঁদের কাছে লিখিত আকারে কিছু দেওয়া হয়নি। স্থানীয় বিডিও বলেন, সব জায়গায় যখন রাস্তা পাকা হচ্ছে, তখন ওখানেও হবে।

More TMC News