করোনা নিয়ন্ত্রণে এগিয়ে উত্তরের ৪ জেলা, দক্ষিণবঙ্গের পরিস্থিতি একনজরে

রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯০। শনিবার যা ছিল ১৮৫। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৬২ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৪৯ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯৭. ৫০% ।

প্রশান্ত কিশোর ইস্যুতে মমতাকে নিশানা রাজীবের, ২১-এর নির্বাচনের মুখে ছুঁড়লেন তির

Positive News : নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ
সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭২, ৫৯৫

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭২, ৫৯৫

রবিবারে হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯০ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭২, ৫৯৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,০৮৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৫৮, ২৭৭ জন। গত ২৪ ঘন্টায় ২৬২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ( ৬২), এরপরেই রয়েছে কলকাতা (৫৮)। এরপরেই রয়েছে হাওড়া (১৫) ।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৫৯ (৫৯) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ০, কোচবিহারে ০, দার্জিলিং ৬ (২), কালিম্পং ০ , জলপাইগুড়ি ৬ (১), উত্তর দিনাজপুরে ১(২), দক্ষিণ দিনাজপুরে ০(২), মালদহ ৪ (১), মুর্শিদাবাদে ২ (২), নদিয়া ১ (৩), বীরভূম ১ (১), পুরুলিয়া ২ (৫), বাঁকুড়ায় ১ (৬), ঝাড়গ্রাম ০, পশ্চিম মেদিনীপুরে ৪ ( ৫), পূর্ব মেদিনীপুর ১০ (২), পূর্ব বর্ধমান ১ (১), পশ্চিম বর্ধমান ২ (৪), হাওড়া ১৮( ১০), হুগলিতে ৬ (১০), উত্তর ২৪ পরগনায় ৬৫ (৬১), দক্ষিণ ২৪ পরগনায় ৪ ( ৮) জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

শনিবারে তুলনায় বৃহস্পতিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৯৭. ৪৯ % । রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫০% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৭. ৩১% । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৩%-এ।

মৃত্যু হয়েছে ২ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। সোমবার ২, মঙ্গলবার ৬, বুধবার ৫, বৃহস্পতিবার ৫, শুক্রবার ৪, শনিবার ১ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,২৩২-তে।

কলকাতায় মৃত্যু ৩০৯০ জনের

এদিন যে ২ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে একজন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০ ৯০ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৪৯৭ জনের। এদিন সেখানে ১ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৪৪ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৭১৪ জনের মৃত্যু হয়েছে। এদিন কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে আর কোথাও মৃত্যু ঘটেনি।

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ২২, ২০৪ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ২২, ০৫৫ টি স্যাম্পেল। শুক্রবার ২৪, ১১০ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮৩, ০০, ৩৬৭ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৯০ %।

{quiz_509}

More CORONAVIRUS News