রবিবার অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলেন ১৩ জন। এদিন ভোররাতে কুর্নুলের মদারপুর গ্রামের কাছে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের কারণে মৃত্যু হয়েছে ১৩ জনের এবং এই ঘটনায় আহত হন চারজন। আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার ২দিন আগেই বিশাখাপত্তনম জেলার আরাকুর কাছে অনন্তাগিরিতে ৩০ জনের বেশি যাত্রী নিয়ে একটি বাস খাদের মধ্যে পড়ে যায়। এই ঘটনায় ৮ জন নিহত হন এবং বহু মানুষ আহত হয়েছিলেন। রবিবারের দুর্ঘটনার বিষয়ে বলতে গিয়ে পুলিশ জানিয়েছেন যে টেম্পো ট্রাভেলার ভ্যানের সঙ্গে ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ হয় হায়দরাবাদ–বেঙ্গালুরু হাইওয়েতে। ওই ভ্যানে ১৮ জন যাত্রী ছিল, প্রথমে ভ্যানটি তাব্র গতিতে এসে রাস্তার ধারের একটি ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডার থেকে লাফ মেরে বিপরীত দিক দিয়ে আসা ট্রাকের সামনে পড়ে যায়। ট্রাকের চাকার সঙ্গে ধাক্কা লেগে ভ্যানটি কয়েক মিটার দূরে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জন যাত্রীর। চারজন শিশু গুরুতর আহত। এই দুর্ঘটনার পর আতঙ্কিত ট্রাক চালক সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে উদ্ধারকাজে হাত লাগায়।
মৃতদের মধ্যে আটজন মহিলা, পাঁচজন পুরুষ সহ এক কিশোরী রয়েছে। এই যাত্রীরা সকলেই মদানাপল্লে শহরের বাসিন্দা। এঁরা সকলেই ভ্যানে করে রাজস্থানের আজমির দরগাতে যাচ্ছিলেন। তবে কি কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান ভ্যান চালক গাড়ি চালাতে গিয়ে হয়ত ঘুমিয়ে পড়েছিলেন তাই হয়ত এই দুর্ঘটনা।
কংগ্রেসকে চাপে ফেলে আব্বাসকে আমন্ত্রণ বামের, মহাজোটের রফাসূত্র বাতলে দিলেন বিমান