ক্রমেই বাড়ছে আব্বাসের 'দাম', ত্রিপাক্ষিক বৈঠকের আগেই চাপের মুখে বাম-কংগ্রেস

এই সপ্তাহেই আব্বাস সিদ্দিকির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক করবে বামফ্রন্ট এবং কংগ্রেস। আর গড়িমসি না করে, আসল রফা চূড়ান্ত করতে ফুরফুরা শরিফের অন্যতম পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বৈঠক করতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। সূত্রের খবর, এরই মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি ৬৫-৭০ আসন চেয়েছে। আর আব্বাসের এহেন দাবিতেই নতুন করে চাপের মুখে বাম-কংগ্রেস জোট।

ত্রিপাক্ষিক বৈঠকের আগে আব্বাসের 'দাবি'

ত্রিপাক্ষিক এই বৈঠকে মূলত আসন সমঝোতা ছাড়াও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বিষয়টি নিয়েও আলোচনা হবে। সামনের মঙ্গল অথবা বুধবার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বামফ্রন্টের তরফে। মোট বিধানসভা আসনের থেকে কটি আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়া হবে? সে বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৈঠকে।

৬৪টি আসন নিয়ে আলোচনা বাকি রয়েছে

তিন দফা বৈঠকে বামফ্রন্ট এবং কংগ্রেস আপাতত ২৩০টি আসন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বাকি আরও ৬৪টি আসন নিয়ে আলোচনা বাকি রয়েছে। বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং একাধিক ছোট দলকে এই জোটের অন্তর্ভুক্ত করার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব ৬৪টি আসন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।

আব্বাস সিদ্দিকির উপস্থিতি চাইছে বামফ্রন্ট এবং কংগ্রেস

বৈঠকে আব্বাস সিদ্দিকির উপস্থিতি চাইছে বামফ্রন্ট এবং কংগ্রেস দুই দলই। কারণ সেখানে মিম নিয়ে আব্বাসের অবস্থান স্পষ্ট করার বিষয়টি জানতে চাইবে বাংলার দুই বিরোধী দল। বিশেষ করে দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের কয়েকটি বিধানসভায় পীরজাদার অনুগামীরা রয়েছেন।

৩০টি আসন আব্বাস সিদ্দিকিকে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে

এর উপরেই ভিত্তি করে আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া হবে বলে অনুমান করা হচ্ছে। রাজনীতির কারবারিরা বলছেন, ৬৪টি আসন কেবলমাত্র আব্বাস সিদ্দিকিকে দেওয়া হবে, এমন ভাবার কোনও কারণ নেই। রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় মোট ৩০টি আসন আব্বাস সিদ্দিকিকে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

More CONGRESS News