চেন্নাইয়ের পিচের সমালোচনায় ভন, ইশার বিরুদ্ধে ওয়ার্ন যেন বিরাটদের সমর্থক

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে বেকায়দায় সিরিজে এগিয়ে থাকা জো রুটের দল। প্রথম ইনিংসে ভারত ৩২৯ রানে শেষ হওয়ার পর শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। লাঞ্চের আগে চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও দুটি উইকেট হারিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকা দলটি। লাঞ্চের পর ১৮ রানে বেন স্টোকস প্যাভিলিয়নে ফেরেন অশ্বিনের বলে বোল্ড হয়ে। ইংল্যান্ডের পঞ্চম উইকেট পড়ে ৫২ রানে। এরপর দেশের মাটিতে টেস্টে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ২২ রানে অলি পোপ কট বিহাইন্ড হতেই ৮৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। ম্যাচের রাশ এখন বিরাট কোহলির দলের হাতেই। এই পরিস্থিতিতে পিচ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। যদিও শেন ওয়ার্ন ব্যাট ধরেছেন কোহলিদের হয়েই, প্রশংসা করেছেন রোহিত শর্মারও। ভনকে পাল্টা জবাব দিতে দেরি করেননি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভারতীয় সমর্থকরাও।

পিচ নিয়ে মারাত্মক অভিযোগ ভনের

ইংল্যান্ডের ব্যাটিং ধস দেখে হতাশ ভন মুখরক্ষায় একের পর এক টুইট করছেন। তিনি চিপকের দ্বিতীয় টেস্টের উইকেটকে আন্ডারপ্রিপেয়ার্ড তকমা দিতেও দ্বিধা করেননি। টুইটে ভন লিখেছেন, চেন্নাই টেস্টে উপভোগ্য ক্রিকেট হচ্ছে। কিন্তু পিচ দেখে আমি স্তম্ভিত। ভারত ভালো খেলছে বলে তাদের কৃতিত্ব খাটো না করেও আমার বলতে দ্বিধা নেই যে, এই উইকেট পাঁচদিনের টেস্ট ম্যাচের পক্ষে উপযুক্ত নয়।

ভনের সঙ্গে সহমত নন ওয়ার্ন

ভনের টুইটের প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন লিখেছেন, আর যাই হোক এই টেস্টের ফলাফল টসের উপর নির্ভর করবে না। প্রথম টেস্টের উইকেট থেকে বোলাররা কোনও সাহায্যই পাননি প্রথম দুই দিনে। এরপর উইকেট ভাঙতে শুরু করে। আর দ্বিতীয় টেস্টে প্রথম থেকেই বল ঘুরছে উইকেটে। আমি তো মনে করি, ভারতকে ২২০ রানের মধ্যে বেঁধে ফেলা উচিত ছিল ইংল্যান্ডের। স্পিন বা পেসারদের বিরুদ্ধে এই উইকেটে কেমন ব্যাট করতে হয় তা দেখিয়ে দিয়েছেন রোহিত শর্মা। পাল্টা ভন লিখেছেন, প্রথম টেস্টের তুলনাতেই আসে না এই টেস্ট। এই ম্যাচের মতো বল ঘোরেনি আগে। ভারত আগের টেস্টে প্রথম ইনিংসের মতো ব্যাট করতে পারলে টেস্ট ড্র রাখতে সক্ষম হতো। কিন্তু আবার বলছি, এটা টেস্টের পক্ষে আদর্শ উইকেট নয়। যদিও ভনকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা জবাব দিয়েছেন। ইংল্যান্ডে সবুজ ঘাসের উইকেটের ছবি, যেখানে পিচ আর আউটফিল্ডের তফাত নেই, পোস্ট করে লিখেছেন এটা বুঝি প্রিপেয়ার্ড টেস্ট উইকেট!

ইশাকে পাল্টা ওয়ার্নের

এদিন খেলা শুরুর প্রথম দিকেই শেন ওয়ার্ন টুইটে লিখেছিলেন ভারত ৩৫৯ রান করবে, চা বিরতির আগে ১৫৭ রানে গুটিয়ে যাবে ইংল্যান্ড। ভারত ৩২৯ রানে অল আউট হয়। ওয়ার্ন তারপর লেখেন, টেল এন্ডাররা ঋষভ পন্থকে সঙ্গত দিতে পারলে ওই রানেই পৌঁছাতে পারতো ভারত। ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় দেখে ওয়ার্ন এখনও অবশ্য নিজের পূর্বাভাসে অনড়। তবে ইশা গুহ আবার নিশ্চিত, ইংল্যান্ড ২০০ তো পেরোবেই, ভারতের চেয়ে ৫০ রানে পিছিয়ে থাকতে পারে।

প্রেম দিবসে HEART বার্তা, কেমন আছেন জানালেন সৌরভ

More MICHAEL VAUGHAN News