মোবাইল অ্যাপ 'দিদির দূত' খবরে!
ভোট যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচারের ঘরানা পাল্টে যাচ্ছে। বিজেপি কখনও ভোট-রাজনীতিতে তো কখনও রথযাত্রায় চমক দেওয়ার চেষ্টা করছে। পাল্টা বাংলায় তৃণমূল সরকারের একাধিক প্রকল্পকে হাইলাইট করে চলছে তৃণমূল। এমন এক পরিস্থিতিতে তৃণমূলের মোবাইল অ্যাপ 'দিদির দূত' রীতিমতো তাক লাগাচ্ছে । মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে এই অ্যাপ এবার সড়কে জনসংযোগের কাজ করাবে তৃণমূলকে।
জনপ্রিয়তায় 'দিদির দূত'
তৃণমূলের দাবি গত ৪ ফেব্রুয়ারিতে 'দিদির দূত' গুগল প্লে স্টোরে লঞ্চ হওয়ার পর তা চোখের নিমেষে এক লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে। মাত্র ৮ দিনে এই অ্যাপের সাফল্য় ছিল চোখে পড়ার মতো। দাবি তৃণমূল সূত্রের।
বিজেপির রথকে পাল্টা জবাব তৃণমূলের
রোড শোর প্যাটার্নে বিজেপির রথযাত্রা তথা 'পরিবর্তন যাত্রা'কে কার্যত একহাত নিয়ে নিয়েছে মমতা ক্যাম্প। মমতা শিবির 'দিদির দূত' অ্যাপকে নিয়ে এবার জনসংযোগ আরও পোক্ত করতে চাইছে। আর সেই সূত্রেই এবার 'দিদির দূত' এর গাড়ি ছুচবে জেলায় জেলায়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 'দিদির দূত' ট্য়াবলোর উদ্বোধন করেন কামালগাজিতে। এরপর বিজেপির পরিবর্তন যাত্রাকে জবাব দিতে জেলায় জেলায় দেখা যাবে 'দিদির দূত' এর গাড়ি।
'এখনও খেলা শুরুই হয়নি, এবার মাঠে নামব'
এদিকে, দিদির দূত ট্যাবলো শনিবার উদ্বোধনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' আজ থেকে দিদির দূত কর্মসূচি শুরু হল। এখনও খেলা শুরুই হয়নি। এবার মাঠে নামব।'