ফের কেন্দ্রের তোপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লিতেও এখন শুধু বাংলার চর্চা

কেন্দ্রের কিষাণ সম্মাননিধি আর রাজ্যের কৃষক বন্ধ। কৃষকদের জন্য কোন প্রকল্প বেশি ভালো, এই নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চরমে। কেন্দ্রের অভিযোগ, বাংলায় রাজনীতি না হলে কিষাণ সম্মাননিধির লাভ পেতেন কৃষকরা। বাজেট অধিবেশন চলাকালীন আজ আরও একবার উঠে এল সেই প্রসঙ্গ।

রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি নিয়ে আজ ফের একবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নির্মলা সীতারমন রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, 'প্রায় ৬৯ লক্ষ কৃষক কিষাণ সম্মাননিধি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। কারণ, বাংলার কৃষকদের তালিকা আমাদের কাছে এসে পৌঁছায়নি।'

এই অভিযোগ আগেও তুলেছিলেন প্রধানমন্ত্রী

এই অভিযোগ আগেও তুলেছিলেন প্রধানমন্ত্রী। ৭ ফেব্রুয়ারি যখন তিনি হলদিয়ায় এসেছিলেন, তখন বলেছিলেন, 'বাংলার কৃষকদের সঙ্গে অন্যায় হয়েছে। বাংলার কৃষকরা কয়েকশো কোটি টাকা থেকে বঞ্চিত। কিষাণ সম্মাননিধি প্রকল্প রাজ্যে চালু হয়নি। কিষাণ সম্মাননিধি প্রকল্প ২৫ লক্ষ কৃষক আবেদন করেছেন। কিন্তু রাজ্য মাত্র ৬ হাজার কৃষকের আবেদন পাঠিয়েছে। তাও সেই ৬ হাজার মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাঠায়নি রাজ্য।'

কেন্দ্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

যদিও কেন্দ্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় বিষয়টির গোড়ায় গলদ রয়েছে। পাল্টা বলেন, 'কেন্দ্র পোর্টালে নাম নিবন্ধীকরণ করিয়েছে। আর আমাকে বলছে রাজ্য পাঠাচ্ছে না। রাজ্যের পোর্টালে তো সেই তথ্য নেই। তারপর বলছে, রাজ্য যাচাই করে জানাচ্ছে না। তাই দেওয়া যাচ্ছে না। আমাদেরও বোকামো হয়েছে, কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে, তা আমরা বুঝতে পারিনি।' তিনি আরও বলেন, রাজ্য সরকার চায়, যে কৃষকদের ২ একর জমি আছে, তাঁরা টাকা পান।

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News