রোহতাকে গুলিতে পাঁচ জনের মৃত্যুর ঘটনার মূল পান্ডাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত সুখবিন্দর কুস্তি কোচ বলে জানানো হয়েছে। দিল্লির গোহানাতে তাঁর বাড়ি। ধৃত ব্যক্তির গ্রেফতারিতে এক লক্ষ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছিল হরিয়ানা পুলিশ। ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার বিকেলে হরিয়ানার রোহতাকের প্রাইভেট কলেজের কাছে মেহের সিং আখাড়াতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যু হয় এবং দুই জন আহত হন বলে জানিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে মনোজ মালিক, তাঁর স্ত্রী সাক্ষী মালিক ষথাক্রমে স্থানীয় কলেজ এবং রেল কর্মী বলে জানানো হয়েছে। বাকিদের মধ্যে এক জন কুস্তি কোচ বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর মূল অভিযুক্ত সুখবিন্দর এলাকা থেকে চম্পট দিলেও তাঁকে চিহ্নিত করতে পুলিশের বেগ পেতে হয়নি। রোহতাকের বিভিন্ন প্রান্তে তাঁর ছবে সেঁটে দেওয়া হয়। ঘটনার তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল বা সিট। সেই মতো সুখবিন্দরের খোঁজে তল্লাশিও শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দিল্লির সময়পুর বাদলি থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক তদন্ত থেকে পুলিশ জানতে পেরেছে যে পুরনো শত্রুতার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।