বিজেপির রথযাত্রার পাল্টা দিদির দূত ভেহিক্যাল, ঘুরবে বাংলা জুড়ে
বাংলায় দখলের লড়াইয়ে নেমে পড়েছে বিজেপি। গত কয়েকমাস আগে থেকে গ্রাম বাংলা চষে বেড়াচ্ছে শাহ এবং কোং। একাধিক কেন্দ্রীয় নেতা বাংলায় পড়ে থেকে মানুষের মন বোঝার চেষ্টা করছে। একদিকে বাংলা দখলে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতারা অন্যদিকে পরিবর্তনের লক্ষ্যে রথ ছুটছে বাংলাজুড়ে। পরিবর্তন যাত্রার নামে এই রথ ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ছুটে বেড়াবে। ইতিমধ্যে তারাপীঠ, নবদ্বীপ, মেদিনীপুর সহ একাধিক বিধানসভা কেন্দ্র থেকে এই রথের সূচনা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা বলছেন, বিজেপির এই রথযাত্রার মধ্যে দিয়েই বাংলায় পরিবর্তন ঘটবে। তবে ভোটের আগে কার্যত মাস্টারস্ট্রোক শাসকদল তৃণমূলের। বিজেপির রথযাত্রার পালটা মমতার দূত ভেইক্যাল বের করবে শাসকদল তৃণমূল।

দিদির দূত ভেহিক্যাল
ভোটের আগে বিজেপির রথযাত্রার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লালকৃষ্ণ আদবাণী এই রথের সূচনা করেছিল। যদিও দীর্ঘ কয়েক বছর আগের ঘটনা হলেও তা মানুষের মনে দাগ কেটেছিল। আর সেই বিষয়টিকে পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলায় তুলে ধরতে চাইছে। যার পালটা এবার দিদির দূত গাড়ি। ইতিমধ্যে দিদির দূত অ্যাপ নিয়ে এসেছে। যে অ্যাপের মাধ্যমে সরাসরি দিদির সঙ্গে যোগাযোগ করা যাবে। ভিডিও কলের মাধ্যমে হবে এই যোগাযোগ। তবে অ্যাপের মাধ্যমেই বিষয়টি আটকে থাকছে না। রথের পালটা এই গাড়ি ছুটবে বাংলা জুড়ে।

গাড়িতে থাকবেন তৃণমূল নেতারা
দিদির দূত গাড়িতে থাকবেন তৃণমূল নেতারা। প্রত্যেকটি এলাকায় ঘুরবে এই গাড়ি। মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন তাঁরা। সঙ্গে সঙ্গেই তা সমাধান করার চেষ্টা করবেন তৃণমূল নেতারা। শুধু তাই নয়, গাড়ি থেকেই সরাসরি ভিডিও কলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগের সুযোগ থাকবে। যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গ্রামের মানুষ এই গাড়িতে থাকা ক্যামেরার মাধ্যমে নেত্রী মমতার সঙ্গে কথা বলতে পারবেন। সমস্যার কথা জানাতে পারবেন। সঙ্গে সঙ্গেই মিলবে সমাধান।

এক লক্ষ্যেরও বেশি হয়েছে অ্যাপের ডাউনলোড
সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল ক্যাম্পেন কতটা গুরুত্বপূর্ণ তা গত লোকসভা নির্বাচনে বুঝতে পারে শাসকদল তৃণমূল। কার্যত ডিজিটাল ক্যাম্পেনকে সামনে রেখেই বাংলায় কার্যত ১৮টি লোকসসভার দখল নেয় বিজেপি। এবার বিজেপির নজরে বাংলা দখল। আর তা অখল করতে ইতিমধ্যে বিজেপির আইটি সেলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়। যদিও পালটা প্রশান্ত কিশোরের সংস্থাকে সামনে রেখে লোকসভার পর থেকেই ঘুটি সাজাতে শুরু করে তৃণমূল। ইতিমধ্যে দিদি কে বলো থেকে শুরু করে একগুচ্ছ কর্মসূচি চলছে। ভোটের মুখে এবার দিদির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ। "দিদির দূত" অ্যাপ এনেছে তৃণমূল। এই অ্যাপ চালু হওয়ার ৮ দিনের মধ্যে প্রায় ১ লক্ষেরও বশি মানুষ ব্যবহার করছেন এটি।

এক ঝলকে দেখে নেওয়া যাক এই অ্যাপে কি পাওয়া যাবে
রয়েছে খবরের একটাবিভাগ। যার মাধ্যমে রাজ্য জুড়ে সরকারের উন্নয়নমূলক সাম্প্রতিক খবর পাওয়া যাবে। এছাড়াও, বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক সূচকের মাধ্যমে মানুষ রাজ্য সরকারের কৃতিত্বগুলি সম্পর্কে জানতে পারবেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিকে একাধিক জনসভা করছেন। সেই সম্লস্ত বিভিন্ন জনসভা এবং কর্মসূচির ছবি এবং নিউজক্লিপ দেখা যাবে এই অ্যাপে। রয়েছে একটি ভিডিও। সেই ভিডিওয়ের মাধ্যমে তৃণমূল নেত্রীর রাজনৈতিক সংগ্রাম এবং বাংলার জন্য তাঁর উদ্যোগ সম্পর্কে জানা যাবে। এছাড়াও এই বিভাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্যের সংক্ষিপ্ত ভিডিও দেখা যাবে। রয়েছে দিদির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। এই বিভাগের মাধ্যমে তৃণমূল নেত্রীকে কোনও পরামর্শ বা মতামত জানানো যাবে। এছাড়াও রয়েছে একাধিক বিভাগ।
ভোট কড়া নাড়ছে দরজায়। এই অবস্থায় প্রচারে কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। একদিকে মাঠে নেমে চলছে প্রচার অন্যদিকে ডিজিটাল ক্যাম্পেনের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে শাসক এবং বিরোধী দুই শিবিরই। তবে শেষ বেলায় কার পাশে জনগন থাকবে সেদিকেই নজর থাকবে রাজ্যের মানুষের।