করোনায় কলকাতা-উত্তর ২৪ পরগনা মৃত্যুহীন, বাংলায় মৃত মাত্র ১! ফিরল স্বস্তি

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা আরও কমল। সেইসঙ্গে করোনায় মৃতের সংখ্যাতেও ফিরল স্বস্তি। বাংলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে, কোনও মৃত্যু নেই কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। করোনা মহামারী শুরু হওয়ার পর এটাই সবথেকে স্বস্তি বাংলার ওই দুই জেলায়। শনিবার দৈনিক সংক্রমণ ২০০-র নিচে নেমেছে আবার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৮৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭২ হাজার ২২০ জন। এদিন ১৮৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৪০৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৩০। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। ১ জনের মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলায়।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭২ হাজার ৪০৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৪ হাজার ১৬০ জন। এদিন ৭৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৫৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫৮ হাজার ১৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৪৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮২ লক্ষ ৭৮ হাজার ১৬৩ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯১৯৮০। এদিন টেস্টিং হয়েছে ২২০৫৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৯১ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৮৪৯১। এদিন ৫৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২২৪৩৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮ জন বেড়ে হয়েছে ৩৭০৮৭। হাওড়ায় আক্রান্ত ৩৫৬৩৬। এদিন আক্রান্ত হয়েছেন ১০ জন। হুগলিতে ১০ জন বেড়ে আক্রান্ত ২৯৫৫১ জন।

More CORONAVIRUS News