ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : ১১ মাসের অপেক্ষা শেষে দেশের মাঠ ভরালেন দর্শকরা, চিপক থেকে শুরু

করোনা ভাইরাসের আবহে ১১ মাস পর দেশের মাঠ ভরালেন দর্শকরা। চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট দেখার জন্য মাঠে ঢোকার অনুমতি পেলেন দর্শকরা। যা এক ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করে দেশের ক্রিকেট মহল। রোহিত শর্মার দুর্দান্ত শতরান সেই মুহূর্তকে আরও স্মরণীয় করেছে বলা চলে। সোশ্যাল মিডিয়ায় চিপকে খেলা দেখতে আসা দর্শকদের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। একই মাঠে একই দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। মাস্ট উইন ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকালেন রোহিত শর্মা। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন মাঠে হাজির হওয়া ১৪ হাজার দর্শক। যাঁরা প্রথম ম্যাচে মাঠে প্রবেশের সুযোগ পাননি। করোনা ভাইরাসের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামেই হয়েছিল ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট।

বিসিসিআই-এর অনুরোধ সত্ত্বেও করোনা ভাইরাসের আবহে চিপকে গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্টের জন্য মাঠে দর্শক প্রবেশে অনুমতি দেয়নি তামিলনাড়ু প্রশাসন। তবে একই মাঠে অনুষ্ঠিত হতে চলা দুই দলের দ্বিতীয় টেস্টের জন্য সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে ৫০ শতাংশ দর্শক প্রতিদিন এই ম্যাচ দেখতে পারবেন। সেই মতো ম্যাচের প্রতিদিন চিপকে ৩৩ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।

It's good to have you back #TeamIndia fans 💙

Chepauk 🏟️ has come alive courtesy you 🤗 #INDvENG @Paytm pic.twitter.com/QVYISf40O1

— BCCI (@BCCI) February 13, 2021

গত মার্চে ভারতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা। ১২ মার্চ ধর্মশালায় দুই দলের মধ্যে প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে সেটি ভেস্তে যায়। করোনা ভাইরাসের জন্য বাতিল হয়ে যায় গোটা সিরিজই। ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ দিয়ে ফের দেশে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট।

More INDIA VS ENGLAND 2021 News