বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক অন্য স্বাদের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের বাইরেও যে পর্তুগিজ তারকার ক্যারিশমা অব্যাহত, তা প্রমাণ হল সাম্প্রতিক সমীক্ষায়। সোশ্যাল মিডিয়ায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ফলোয়ার্সের মালিক হলেন সিআর সেভেন। ধারেকাছে নেই রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।
সাম্প্রতিক এক সমীক্ষা থেকে জানা গিয়েছে, ইনস্টাগ্রামে ২৬১ মিলিয়ন বা ২৬.১ কোটি ফলোয়ার্স রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। টুইটারে সিআর সেভেনের ফলোয়ার্স সংখ্যা ৯.১ কোটি। জুভেন্তাস তারকা অফিসিয়াল ফেসবুক পেজে লাইক পড়েছে ১২.৫ কোটি। সবমিলিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার গায়িকা আরিয়ানা গ্রানদে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্স সংখ্যা ২২.১ কোটি। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাক্তন ডব্লুডব্লুই তারকা তথা হলিউড তারকা ডোয়াইন জনসনের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা ২১.৭ কোটি বলে জানানো হয়েছে। চতুর্থ স্থানে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় ১৮.৩ কোটি মানুষ তাঁকে ফলো করছেন। পঞ্চম স্থানে থাকা নেইমার জুনিয়রের ফলোয়ার্স সংখ্যা ১৪.৬ কোটি।
এই তালিকার প্রথম ২০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যার নিরিখে ভারতীয়দের মধ্যে শীর্ষ স্থানেই রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।