তীব্র ভূমিকম্পে থরহরিকম্প জাপানের উত্তর উপকূল, ব্ল্যাকআউটে সাড়ে ৯ লক্ষ বাড়ি

উত্তর ভারত ও তাজিকিস্তানে কম্পনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার রাতে কেঁপে উঠল জাপানের উত্তর উপকূল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। শক্তিশালী ভূমিকম্প জাপানের উত্তর উপকূলে আঘাত হানে। টোকিও ছাড়াও জাপানের তোহোকু অঞ্চলের মিয়াগি এবং ফুকুশিমায় ভূমিকম্প অনুভূত হয়েছিল।

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি বিবৃতি জারি করে জানিয়েছে, ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দ্বিতীয় সর্বোচ্চ স্তরের। শনিবার গভীর রাতে তা তোহোকু অঞ্চলে মিয়াগি এবং ফুকুশিমায় কম্পন দিয়েছে। আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, টোকিওতেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও সুনামির সতর্কতা জারি করা হয়নি।"

জাপানের মূল ভূখণ্ডের হক্কাইডো পুলিশ জানিয়েছে, ক্ষয়ক্ষতি বা জখমের কোনও খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা মনে করেন, ভূমিকম্পের গভীরতা সমুদ্রপৃষ্ঠের ৬০ কিলোমিটার নীচে এবং ভূমিকম্পের উৎসস্থল ছিল ইটোরোফু দ্বীপের পূর্বে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা পরিস্থিতির উপর নজর রেখেছেন।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আফটার শক নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। জাপানের প্রায় সাড়ে ৯ লাখ বাড়ি ব্ল্যাকআউটের মুখোমুখি হচ্ছে। এখনও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। টোকিও বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, ফুকুশিমা দাই-নি ও ওনাগাওয়াতে দুটি পরমাণু কেন্দ্রে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

More EARTHQUAKE News