অযোধ্য়ায় রাম মন্দির তৈরির জন্য এখনও পর্যন্ত অনুদান মিলেছে কত? প্রকাশ্যে মাথা ঘুরিয়ে দেওয়া তথ্য

অযোধ্য়ায় রাম মন্দির তৈরির জন্য এখনও পর্যন্ত দেড় হাজার কোটিরও বেশি টাকা অনুদান হিসাবে জমা পড়েছে৷ শুক্রবার একথা জানান মন্দিরের তহবিল সংক্রান্ত ট্রাস্টের কোষাধ্যক্ষ৷ স্বামী গোবিন্দদেব গিরি মহারাজ৷ তিনি জানান, ১১ ফেব্রুয়ারি সন্ধে পর্যন্ত রাম মন্দির তৈরির অনুদান হিসাবে জমা পড়েছে ১ হাজার ৫১১ কোটি টাকা৷

আশপাশেও জমি কেনার পরিকল্পনা

প্রসঙ্গত, এর আগে ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছিল, অযোধ্য়ায় রাম মন্দির তৈরির জন্য ১ হাজার ১০০ কোটি টাকার প্রয়োজন৷ যদিও এই অঙ্ক যে কোনও সময়েই বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ কারণ, প্রকল্প এলাকার আশপাশেও জমি কেনার পরিকল্পনা করা হয়েছে৷ তাতে খরচ বাড়তে পারে৷

কী জানালেন ট্রাস্টের কোষাধ্যক্ষ

কোষাধ্যক্ষ জানান, নয়া রাম মন্দিরের পরিকাঠামো বিশ্বমানের হবে৷ এবং সেটি দু'টি পর্যায়ে তৈরি করা হবে৷ তবে সাড়ে তিন বছরের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে রামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে৷ ওই সময়ের মধ্য়ে মন্দিরের কাজ যদি শেষ নাও হয়, তাহলেও এই সিদ্ধান্ত পালন করা হবে৷

বাংলার রাজনীতিবিদরা দিয়েছেন অনুদান

রামমন্দির নির্মাণের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার অনেকেই৷ রামমন্দির নির্মাণে ৫১ হাজার টাকা অনুদান দিয়েছেন দিলীপ ঘোষ। ২ লক্ষ ১১ হাজার টাকা অনুদান দিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ রামমন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদকে ৫ লক্ষ ১ টাকা আর্থিক অনুদান দেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। অনুদান দিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও।

More RAM MANDIR News