আইএসএল ২০২০-২১ : এফসি গোয়া ও চেন্নাইইনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, প্রথমার্ধে ফলাফল ১-১

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে এফসি গোয়া ও চেন্নাইইন এফসি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়। শক্তিশালী গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হল চেন্নাইইন এফসি। প্রথম ৪৫ মিনিট শেষে ম্যাচ ১-১ ফলাফলে আটকে রয়েছে।

এই ম্যাচের আগে পর্যন্ত ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছিল এফসি গোয়া। আজ জিতলে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে আসবে এডু বেদিয়া শিবির। অন্যদিকে ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার অষ্টম স্থানে অবস্থান করছিল চেন্নাইইন এফসি। আজ জিতলে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে আসবে চেন্নাই।

ফলে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরের গোলমুখে লাগাতার আক্রমণ তুলে আনতে থাকে এফসি গোয়া ও চেন্নাইইন এফসি। একাধিকবার গোলের খুব কাছে পৌঁছে যায় দুই দল। তালমিলের অভাবে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় এফসি গোয়া ও চেন্নাইইন এফসি।

সেসবের মধ্যেই ম্যাচের ১৩ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যান জ্যাকুব সিলভেস্ত্রের। চেন্নাইইন এফসি-র হয়ে গোলের ব্যবধান বাড়াতে তিনি কোনও ভুল করেননি। পিছিয়ে পড়ে খেলায় গতি বাড়ায় এফসি গোয়া। গোল শোধ করার মরিয়া চেষ্টা করে আয়োজক শহর। আক্রমণে চাপ বাড়িয়ে ১৯ মিনিটে পেনাল্টি আদায় করে গোয়া। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ইগর আনগুলো।

ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ এফসি গোয়ার পক্ষে থাকে। গোলমুখে ৬টি শট মারে ইগর আনগুলো শিবির। অন্যদিকে আটটি শটের একটি টার্গেটে রেখে গোল পেয়েছে চেন্নাইইন এফসি।

More ISL 2020 21 News