চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বড় স্কোরের আশা জাগিয়েও চাপে ভারত। শেষ বেলার সেট রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানেকে হারিয়ে নিজেদের সমস্যা বাড়াল টিম ইন্ডিয়া। দিনের শেষ ৬ উইকেট হারিয়ে ৩০০ রান তুলেছে বিরাট কোহলি শিবির। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং অভিষেক টেস্ট খেলতে নামা অক্ষর প্যাটেল।
এমএ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই ওপেনার শুভমান গিলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। শূন্য রান করে সাজঘরে ফিরে যান গিল। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে রোহিত শর্মার ৮৫ রানের পার্টনারশিপ হয়। ৫৮ বলে ২১ রান করে আউট হন পূজারা। কোনও রান না করেই মইন আলির বলে বোল্ড হয়ে যান অধিনায়ক বিরাট কোহলি।
নড়বড়ে হয়ে যাওয়া ভারতীয় ইনিংস সামলায় রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে জুটি। দুই ক্রিকেটারের মধ্যে ১৬২ রানের পার্টনারশিপ হয়। ২৩১ বলে ১৬১ রানের দাপুটে ইনিংস খেলেন রোহিত। ১৮টি চার ও দুটি ছক্কা আসে হিটম্যানের ব্যাট থেকে। ১৪৯ বলে ৬৭ রান করেন অজিঙ্ক রাহানে। তিনি ৯টি চার হাঁকান। শেষ বেলায় দুই ব্যাটসম্যান আউট হয়ে যেতেই চাপে পড়ে যায় ভারত।
তা বলে নিজস্ব ঢঙে ব্যাটিং করতে দ্বিধা করেননি ঋষভ পন্থ। ৫৬ বলে ৩৩ রান করে তিনি অপরাজিত রয়েছেন। পাঁচটি চার ও একটি ছক্কা এসেছে পন্থের ব্যাট থেকে। ১৩ রান করে আউট হন রবিচন্দ্রণ অশ্বিন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি দুটি করে উইকেট নেন মইন আলি ও জ্যাক লিচ। একটি করে উইকেট নেন ওলে স্টোন ও জো রুট।