ভারতের মোবাইলের বাজারে যথেষ্ট জনপ্রিয় ব্র্যান্ড শাওমি। বিশেষ করে অল্প বাজেটের ফোনের ক্ষেত্রে ক্রেতাদের কাছে অত্যন্ত পিছন্দের ব্র্যান্ড গুলির মধ্যে একটি হল শাওমি। তাদের তরফে একাধিকবার বিভিন্ন ধরনের সিরিজ বাজারে নিয়ে আসা হয়েছে। তবে এবারে শাওমির অন্যতম নতুন শাখা poco র তরফে লঞ্চ করা হল এক নতুন স্মার্ট ফোন।

অল্প বাজেটের ফোনের ক্ষেত্রে poco যথেষ্ট জনপ্রিয়। মাত্র কিছুদিনের মধ্যেই বাজারে পা রেখেছিল এই ব্র্যান্ড। আর তারপরেই বেশ কিছু ফোন বাজারে আনা হয়েছিল। এছাড়া জানানো হয়েছে মাত্র ১১ হাজারের মধ্যে পাওয়া যাবে এই ফোন।

সুতরাং অল্প বাজেটের ফোনের ক্ষেত্রে এই ফোন ক্রেতাদের কাছে অন্যতম সেরা বিকল্প। এই ফোনে থাকবে উন্নত ক্যামেরার সুবিধা। এছাড়া রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরের সুবিধাও। আগেও এই কোম্পানির তরফে বাজারে আনা হয়েছিল একাধিক সিরিজের ফোন। তবে মনে করা হচ্ছে ক্রেতাদের কাছে এই ফোন সেরা আকর্ষণের বিষয় হয়ে উঠবে।

এই ফোনের দাম রাখা হয়েছে ১০৯৯৯ টাকা। এই দামে পাওয়া যাবে ৬ জিবি +৬৪ জিবি স্টোরেজের সুবিধাও তবে ৬ জিবি +১২৮ জিবি স্টোরেজের ক্ষেত্রে দাম হবে ১১৯৯৯ টাকা। জানা গিয়েছে এই ফোনের বিক্রি অনলাইনে শুরু হবে দ্রুতই। এও জানা গিয়েছে দ্রুত ই কমার্স সাইটে আনা হবে।

ক্রেতাদের চাহিদার কথা ভেবে চারটে আলাদা রঙে আনা হবে এই ফোন। পাশপাশি ক্রেতাদের জন্য রয়েছে অতিরিক্ত বেশ কিছু সুবিধাও। গত বছরেও poco র তরফে আনা হয়েছিল একাধিক ফোন। এমনকি আনা হয়েছিল এই m সিরিজের দ্বিতীয় সিরিজের ফোন। আর তা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেই সময়েই মনে করা হয়েছিল দ্রুত বাজারে আনা হবে নতুন সিরিজ। আর সেই কারণেই এবারে বাজারে নিয়ে আসা হল এই নতুন সিরিজের ফোন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।