দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা বিজেপিতে
উত্তর ২৪ পরগনার আমডাঙায় ২০১৮-র পঞ্চায়েত ভোটে তুমুল গন্ডগোল হয়েছিল। গোলাগুলিতে মৃত্যু হয়েছিল তিনজন তৃণমূল কর্মী ও এক সিপিএম কর্মীর। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা জাকির বল্লুক। সেই জাকির বল্লুকই এবার পদ্ম পতাকা হাতে তুলে নিতে পারেন। এমনই আভাস দিয়েছেন সাসংদ অর্জুন সিং।
সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি ছিল এক সময়
অর্জুন সিং জানিয়েছেন সিপিএম নেতা জাকির বল্লুক বিজেপিতে যোগ দিতে পারেন ১৬ ফেব্রুয়ারি। তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর বেশ কিছুদিন ধরেই দলের কর্মসূচিতে থাকছেন না। একটা সময়ে সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি ছিল আমডাঙা। এই বিধানসভা ক্ষেত্র ছিল স্পিকার হাসিম আবদুল হালিম ও আবদুস সাত্তারের।
তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপির অর্জুনের
আবদুস সাত্তার সিপিএম ছেড়েছেন। এবার জাকির বল্লুক সিপিএম ছাড়তে চলেছেন। এই অবস্থায় আমডাঙায় নিজেদের শক্তি বাড়াতে চাইছে বিজেপি। তাই জাকির বল্লুককে বিজেপিতে যোগদান করিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন অর্জুন সিং। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের প্রভাব খর্ব করাই তাঁর উদ্দেশ্য।
অর্জুনের চ্যালেঞ্জ তোপে ওড়াল তৃণমূল
আমডাঙায় বিজেপির সংগঠন তেমন নেই। বিধানসভা ভোটের আগে বল্লুকের মতো নেতাকে নিয়ে বিজেপি রাজনৈতিক ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে। যদিও তৃণমূল অর্জুন সিংয়ের এই চ্যালেঞ্জকে তোপে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, জাকির বল্লুক কোথায় গেল, তাতে কিছু এসে যায় না। এই আসনে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস।