চেন্নাইয়ে টসে জিতে ব্যাটিং নিয়েও তিন উইকেট খুইয়ে চাপে ভারত, লড়ছেন রোহিত

চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে টসে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে মধ্যাহ্নভোজের বিরতির সময় পর্যন্ত যা অবস্থা তাতে একসময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং। ইতিমধ্যে তিন উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গিয়েছে। ফলে দ্বিতীয় টেস্টে প্রথম ব্যাটিং নিয়ে যে সুবিধা নিতে পারতো টিম ইন্ডিয়া তা নেওয়া যায়নি। ক্রিজে লড়ছেন একা রোহিত শর্মা, সঙ্গী অজিঙ্ক রাহানে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত তিন উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে। রোহিত ৮০ রানে অপরাজিত রয়েছেন।

এদিন বিরাট কোহলি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। তবে গিল কোনও রান না করেই এলবিডব্লিউ আউট হয়ে ফেরেন স্টোনের বলে। দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে রোহিত এগিয়ে নিয়ে যান। তবে পুজারা এদিন ব্যাট হাতে বেশি এগোতে পারেননি। ২১ রান করে জ্যাক লিচের বলে আউট হয়ে ফেরেন।

ততক্ষণে রোহিত শর্মা অনবদ্য অর্ধশতরান করে ফেলেছেন। রোহিত এদিন মাত্র ৪৭ বলে অর্ধশতরান পূরণ করেন। চার নম্বরে নামা বিরাট কোহলি মইন আলির এক অনবদ্য ডেলিভারিতে শূন্য রানে আউট হয়ে ফিরেছেন। যার ফলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই মধ্যাহ্নভোজের বিরতির আগেই চাপে পড়ে যায় ভারত।

এদিন ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অক্ষর প্যাটেলকে। এছাড়াও এদিনের ম্যাচে দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। ভারত রবিচন্দ্রণ অশ্বিন, কুলদীপ এবং অক্ষরকে নিয়ে স্পিনের আক্রমণ তৈরি করেছে। এছাড়া পেস আক্রমণে রয়েছেন ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ।

More INDIA VS ENGLAND 2021 News