ফ্লোরিডা: চলছে ভালবাসার সপ্তাহ। প্রতি বছরে প্রেমিক প্রেমিকারা চাতক পাখির মত অপেক্ষা করে থাকে ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহের দিকে তাকিয়ে । আর নিজের সঙ্গী বা সঙ্গিনীকে চমক দেওয়ার জন্য করতে থাকে একাধিক পরিকল্পনা। তবে এবারে ঘটল এক নতুন ঘটনা। অন্য এক দম্পতির রিং চুরি করে নিজের সঙ্গিনীকে প্রপোজ করার ঘটনা ঘটল।

ঘটনাটি ঘটেছে ফ্লোরিডাতে । জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি অন্য এক দম্পতির বিয়ের আংটি চুরি করেছিলেন। আর তাই দিয়েই তিনি নিজের বান্ধবীকে প্রপোজ করেন। ওই ব্যক্তির নাম জোসেফ ডেভিস। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য সেখানকার স্থানীয় পুলিশের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আগেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। জানা গিয়েছে এক মহিলা নিজের বন্ধুর বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করেছিলেন।

তিনি জানিয়েছিলেন নিজের সন্দেহের কথা। পাশপাশি এও জানিয়েছিলেন আর ওই বন্ধু অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন। বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়া থেকে আরও বেশি করেই নিশ্চিত হন। জানা গিয়েছে তার সঙ্গে ফেসবুকে দেখা এক মহিলার হাতে থাকা রিং এর হুবহু মিল রয়েছে। আর তার পরেই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে তল্লাশি শুরু করা হলে ওই মহিলার গয়নার বাক্সটি দেখা হয়। দেখা যায় ওই মহিলার হাতের রিং টি সেখানে নেই। এছাড়াও আরও বেশ কিছু গয়নার কোন হদিশ মেলেনি।

তারপরেই বিষয়টিতে আরও গুরুত্ব দেওয়া হয়। পাশপাশি পুলিশের তরফেও জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। এই ধরনের ঘটনার জেরে অবাক হয়েছেন তদন্তকারী অফিসারেরাও। একজনের আংটি চুরি করে অন্য জনকে তা দিয়ে প্রপোজ করার বিষয়টি সামনে আসাতে অবাক সকলেই। তবে ওই ব্যক্তিকে দ্রুত ধরার চেষ্টা চালানো হচ্ছে। নতুন বছরের শুরুতে এই ধরনের খবর সামনে আসাতে অবাক হয়েছেন সকলেই।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।