বিজেপি নেতার উপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। দিন কয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন বাবু মাস্টার। শনিবার বসিরহাটে বিজেপির সভা থেকে ফেরার সময় তাঁর গাড়ির উপর হামলা হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অ্যাপোলোতে আনা হয়েছে।
মিনাখাঁর এই ঘটনায় বিজেপি নেতা বাবু মাস্টার ছাড়াও গুরুতর জখম হয়েছেন তাঁর গাড়ির চালক। উভয়েরই অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই রক্তাক্ত অবস্থায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ভর্তি করা হয়েছে। কীভাবে হামলা হয়েছে, কারা হামলা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তির ছুড়েছেন বিজেপি নেতারা। তৃণমূল ছাড়ার পর থেকেই বাবু মাস্টার টার্গেট হয়ে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা বলে তিনি পরিচিত। ১৮ ডিসেম্বর তিনি তৃণমূল ছেড়েছিলেন। তারপর যোগ দেন বিজেপিতে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন তিনি।