গড়বেতা (প:মেদিনীপুর) : রাতেই দলীয় কর্মীদের কাছে পৌঁছে গেছিল সেই ‘পুরনো মেজাজের নির্দেশ’। আর সকাল থেকেই হরতালের শুরুতে সেই ‘ঝাঁঝ’ দেখাতে শুরু করেছেন জঙ্গলমহল বেষ্টিত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সিপিআইএম কর্মীরা। নির্দেশ দিয়েছিলেন ‘দাদা’ বা কারোর কাছে সুশান্ত দা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।

১০টি বাম ছাত্র যুব সংগঠন ও কংগ্রেসের ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে পুলিশ নির্মম হামলা করেছে, এমনই অভিযোগে শুক্রবার ১২ ঘণ্টার হরতাল পালন করছে সিপিআইএম, কংগ্রেস সহ আরও বামদলগুলি।

হরতালের বার্তা রাজ্য বামফ্রন্ট বিবৃতি দিয়ে জানায় বৃহস্পতিবার রাতে। তার পরেই জঙ্গলমহল এলাকার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়ার গ্রামে গ্রামে চলে যায় প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের ‘ঠাণ্ডা নির্দেশ’। সেই নির্দেশ পেয়েই বৃহস্পতিবার রাত থেকে প্রস্তুতি নিয়ে রাখেন জঙ্গলমহলের বাম কর্মী ও সমর্থকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার সিপিআইএম কর্মীদের স্পষ্ট দাবি, ‘দাদা’ বলে দিয়েছেন হরতাল হবেই। শুক্রবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের গ্রামাঞ্চলে, জঙ্গলমহলের বিভিন্ন এলাকা ফের স্তব্ধ।

কৃষি আইন বাতিলের দাবিতে এর আগে পরপর দুবার ভারত বনধের ব্যাপক প্রভাব পড়েছিল জঙ্গলমহলে। তবে তখনও জেলায় ফিরতে পারেননি সুশান্ত ঘোষ। বাম আমলের মন্ত্রী ও গড়বেতার প্রাক্তন বিধায়ক বেনাচাপড়া কঙ্কালকাণ্ডের আইনি জটিলতা কাটিয়ে জেলায় ঢোকেন প্রায় ১০ বছর পরে। তার পরেই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রীর দল কে। সেই সঙ্গে বিজেপির প্রতিও কড়া বার্তা দেন।

সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলায় ফিরতেই গড়বেতা, চন্দ্রকোনা, সহ পার্শ্ববর্তী বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের গ্রামগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তিনি যে ফিরছেন, সেই বার্তায় কৃষি আইনের বিরোধিতা করে বনধ বড়সড় আকার নিয়েছিল।

শুক্রবার সকাল থেকেই সিপিআইএম কর্মীরা জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হরতাল পালন করে ‘শক্তি দেখাতে’ শুরু করেছেন। বিরোধী তৃণমূল ও বিজেপির অভিযোগ, জেলায় ফিরে পুরনো ছন্দে সুশান্ত ঘোষ হুমকি দিচ্ছেন। আর ভোট প্রচারে বিভিন্ন গ্রামে ঢুকেই সুশান্তবাবুর হুঁশিয়ারি, আমি থাকতে তৃণমূল বিজেপির কেউ বাম কর্মীদের গায়ে হাত দিয়ে দেখাক।

বাম জমানার ৩৪ বছরের মধ্যে ৩২ বছরের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি গড়বেতা থেকে শেষবার ২০১১ সালে জয়ী হন। এর পরে তাঁর বিরুদ্ধে বেনাচাপড়া কঙ্কাল কান্ডের মামলায় সরগরম ছিল রাজনৈতিক মহল। জেলে যান সুশান্তবাবু। তবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হয়নি। তিনি আইনি জটিলতা কাটিয়ে ১০ বছর পর ফিরে জমি তৈরির কাজ নতুন করে শুরু করেছেন।

তৃণমূল কংগ্রেস ও বিজেপির অভিযোগ, সুশান্ত ঘোষের হুমকিতে বিভিন্ন গ্রামে ঢুকতে পারা কঠিন হচ্ছে। সিপিআইএম কর্মীরা একের পর এক পার্টি অফিসের দখল নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এমনও ছবি, সুশান্ত ঘোষ গ্রামে ঢুককেই শুরু হয়েছে প্রণামের পালা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।