হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শেষ হল এসসি ইস্টবেঙ্গল ও হায়দরাবাদ এফসি ম্যাচের প্রথমার্ধ। আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম ৪৫ মিনিট গোলশূন্য অবস্থায় শেষ হল। তবে বেশকিছু দুর্দান্ত মুভে মাঠ কাঁপালেন দুই দলের ফুটবলাররা।
এই ম্যাচের আগে পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থা্নে অবস্থান করছিল এসসি ইস্টবেঙ্গল। আজ জিতলে ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে আসবে লাল-হলুদ। অন্যদিকে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্খ স্থানে অবস্থান করছিল হায়দরাবাদ এফসি। আজ জিতলে ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে আসবেন আরিদানে সান্টানারা।
জিততে মরিয়া দুই দলই ম্যাচের প্রথমার্ধ থেকে আক্রমণে ঝড় তোলে। কাঁটায় কাঁটায় চলতে থাকে মোকাবিলা। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে দুই দল। তালমিলের অভাব এবং বোঝাপড়ার অভাবে সুযোগ হাতছাড়া করে ফেলেন এসসি ইস্টবেঙ্গল ও হায়দরাবাদ এফসির ফুটবলাররা। একটি ওয়ান টু ওয়ান পজিশন থেকে হায়দরাবাদ ফরোয়ার্ড আরিদানে সান্টানার পা থেকে বল ছিনিয়ে নেন লাল-হলুদ গোলরক্ষক সুব্রত পাল।
ম্যাচের প্রথমার্ধে গোল করার বেশ কয়েকটি মোক্ষম সুযোগ পায় এসসি ইস্টবেঙ্গলও। তবে তাদের কোনও আক্রমণই সেভাবে দানা বাঁধতে পারেনি বলা চলে। ম্যাচে ৪৮ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে ৫২ শতাংশ বলের নিয়ন্ত্রণ কব্জায় রাখা্ হায়দরাবাদ এফসি-র আক্রমণভাগকে এই ম্যাচে বেশ সচল দেখিয়েছে। ফলে গোলমুখে বেশি শটও মেরেছেন লিস্টন কোলাসোরা।