মেলবোর্ন: নতুন করে লকডাউন ঘোষিত হল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে। আর এই ঘোষণার ফলে ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী মেলবোর্নে চলতি অস্ট্রেলিয়ান ওপেনে কোপ পড়ল। তবে না, টুর্নামেন্ট আয়োজন নিয়ে কোনও সমস্যা নেই। তবে সীমিত সংখ্যায় যে দর্শকপ্রবেশের অনুমতি মিলছিল তা আপাতত বন্ধ রাখতে হচ্ছে অন্তত পাঁচদিন। অস্ট্রেলিয়ান ওপেনের প্লেয়ার, সাপোর্ট স্টাফদের জন্য বরাদ্দ একটি কোয়ারেন্টাইন হোটেল কর্মী করোনা আক্রান্ত হওয়া থেকেই নতুন করে মেলবোর্নে মারণ ভাইরাসের উদ্রেগ সৃষ্টি হয়েছে। আর সেই কারণেই এই লকডাউন ঘোষণা ভিক্টোরিয়া প্রদেশে।
১৩ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার থেকে নতুন করে শুরু হচ্ছে লকডাউনের মেয়াদকাল। তার আগে বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ এবং আগামীকাল কোভিড প্রোটোকল মেনে পরিকল্পনামাফিকই এগোবে টুর্নামেন্ট। কিন্তু দর্শক, প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে শনিবারের পর থেকে পাঁচদিনের জন্য কোনও অনুরাগী অস্ট্রেলিয়ান ওপেনের ম্যাচ দেখতে প্রবেশ করতে পারবেন না। ১৩ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম ধার্য হচ্ছে।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার দিনকয়েক আগে কোয়ারেন্টাইন হোটেলের এক কর্মী করোনার কবলে পড়ায় টুর্নামেন্ট যথাসময়ে শুরু হওয়া নিয়ে আশঙ্কার চোরাস্রোত বইতে শুরু করেছিল। ওই হোটেলকর্মীর সংস্পর্শে আসা প্লেয়ার কিংবা সাপোর্ট স্টাফেদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ মিললে তবেই হোটেলরুমের বাইরে যাওয়ার সম্মতি মিলেছিল তাদের। তবে যাবতীয় প্রোটোকল মেনে যথাসময়েই শুরু হয়েছিল টুর্নামেন্ট। কিন্তু গত কয়েকদিনে রাজধানী মেলবোর্ন সহ ভিক্টোরিয়া প্রদেশে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার মধ্যরাত অবধি ভিক্টোরিয়া প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩।
আর এরপরেই সংক্রমণে রাশ টানতে উদ্যোগী হয়েছে ভিক্টোরিয়া প্রদেশের প্রশাসন। জানা গিয়েছে, ১৩ জন আক্রান্তের মধ্যে কারও শরীরে নয়া করোনার স্ট্রেনও মিলেছে। যা বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। আর এই কারণেই শনিবার থেকে রাজ্যজুড়ে নতুন করে পাঁচদিনের লকডাউন ঘোষণা করেছেন ভিক্টোরিয়া প্রদেশের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস।
জরুরি কাজ এবং আপদকালীন পরিষেবা ছাড়া ঘর থেকে বেরনোর ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর অস্ট্রেলিয়ান ওপেনকে ওয়ার্কপ্লেসের আওতাভুক্ত করে অ্যান্ড্রুস গ্র্যান্ড স্ল্যাম নিয়ে নয়া বিধিনিষেধ চালু করেছেন। যার মধ্যে অন্যতম দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.