ভোট, টাকা ছড়ানো ইস্যু ও কমিশন
তামিলনাড়ুত ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছে কমিশনের একটি দল। সেখানে রয়েছেন মুখ্যনির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। তিনি জানিয়েছেন, খুব শিগগিরিই এবার রাজ্যগুলিতে স্পেশ্যাল এক্সপেন্ডিচার অবজার্ভার মোতায়েনের কথা ভাবছে কমিশন। এদিন একথা বলেন সুনীল অরোরা।
বাড়বে ভোট গ্রহণের সময়!
একুশের ভোটে সম্ভবত ভোট গ্রহণের সময়সীমা এক ঘণ্টা বাড়তে পারে। এমনই তথ্য জানিয়েছেন মুখ্যনির্বাচন কমিশনার। ফলে করোনাকালে আরও বেশি সময় নিয়ে ভোট গ্রহণের পথে কমিশন হাঁটতে পারে বলে খবর।
নামছে কেন্দ্রীয় বাহিনী
নির্বাচন কমিশনার বলেন, একুশের ভোটে একটি বড় ভূমিকায় দেখা যাবে কেন্দ্রীয় বাহিনীকে। প্রসঙ্গ, ২০২১ সালে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসমে ভোট। ভোট রয়েছে কেন্দ্রশাসিত পুদুচেরিতে। এমন এক হাইভোল্টেজ ভোটে কেন্দ্রীয় বাহিনী একটি বড় ভূমিকায় ঐসতে চলেছে বলে দাবি কমিশনের।
কত দফায় ভোট?
এখনও পর্যন্ত সূত্রের যা খবর সূত্র মারফৎ, তাতে ২০২১ ভোটে কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে সম্ভবত এক দফায় ভোট গ্রহণ হবে। অন্যদিকে ৬ থেকে ৭ দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে। অসমে ২ থেকে ৩ দফায় বোট হতে পারে।