পাখির চোখ একুশের বিধানসভা, এক ধাক্কায় ৫ টাকা কমলো জ্বালানির দাম, কমছে মদের দামও

ইতিমধ্যেই বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। কেরল, বাংলা, তামিলনাড়ু, পদুচেরির পাশাপাশি অসমেও বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করেই গত মাস থেকেই একের পর এক জনদরদি কর্মসূচি নিয়ে চলেছে অসমের বিজেপি সরকার। এমনকী প্রায় প্রতি সপ্তাহেই অসম থেকে খুরে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির মুখেও আম জনতাকে স্বস্তি দিতে বড়সড় সিদ্ধান্ত নিতে দেখা গেল অসম সরকারকে।

এদিকে দেশজুড়ে পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠার যোগার মধ্যবিত্তের। সেই সঙ্গে সদ্য পেশ হওয়া বাজেটে বসেছে কৃষি সেস। এমনকী শুধুমাত্র পেট্রোলের দাম পৌঁছেছে প্রায় ৯০-র গণ্ডির কাছাকাছি। এমনকী শুক্রবার পর্যন্ত দেশে পেট্রোলের দাম ছিল ৯৩.৪৯ টাকা, এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৩.৯৯ টাকা।এমতাবস্থায় রাজ্যবাসীর মন জিততে পেট্রোলের দাম ৫ টাকা পর্যন্ত কমালো অসম সরকার। এমনকী মদের উপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়ে যাবে নতুন দাম।

এদিকে সম্প্রতি অসমের প্রায় ১ লক্ষ বাস্তুহীন মানুষকে জমির পাট্টা তুলে দিয়েছেন খোদ নরেন্দ্র মোদী। করেছেন একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনাও। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী এপ্রিল থেকে মে মাসের মধ্যেই বিধানসভা ভোট শুরু হতে চলেছে অসমে। যে কোনও মূহূর্তেই চূড়ান্ত নির্ঘন্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এমনকী বিধানসভা ভোটকে পাখির টোখ করে ইতিমধ্যেই ১২৬ টি আসনে শেষ মূহূর্তের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব পক্ষই।

পার্টি মে জোশ আ গায়া! কৈলাশ, মুকুল, দিলীপের সামনেই শুভেন্দুর গুরুত্ব বুঝিয়ে দিলেন অমিত শাহ

More ALCOHOL News