রাজ্যসভায় কংগ্রেসের গুলাম নবি আজাদের জায়গায় মল্লিকার্জুন খার্গে! বিরোধী দলনেতা নিয়ে হাত শিবির কী জানাল

রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ গুলাম নবি আসাজদের অবসরের পর সেই আসনটি খালি থাকবে বিরোধী দলতেরা হিসাবে। সেই জায়গায় কংগ্রেস মল্লিকার্জুন খার্গের নাম পাঠিয়েছে এই পদের জন্য।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যসভা থেকে অবসর নেন গুলাম নবি আজাদ। তাঁর অবসরের দিন বিদায়ী ভাষণে কার্যত আবেগে ভেসে যান নরেন্দ্র মোদী। এনডিএর শরিক দল আরপিআইয়ের রামদাস অথওয়ালে জানান যে গুলাম নবি আজাদকে এই রাজ্যসভার প্রয়োজন। আর তাঁকে কংগ্রেস না ফিরিয়ে আনলে আরপিআই ফিরিয়ে আনবে। গুলাম নবি আজাদ সেই বক্তব্য শুনে খানিকটা আবেগ তাড়িত হয়ে চোখের জলও ফেলেন।

এদিকে , লোকসভায় কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিরোধী দলনেতা ছিলেন। উল্লেখ্য, রাজ্য়সভায় বিজেপিকে টক্কর দিতে কংগ্রেস বহুদিন ধরে এমন কাউকে খুঁজছিল যিনি শাসকদলকে একহাত নেওয়ার ক্ষমতা রাখেন। সেই জায়গা থেকে তাৎপর্য রয়েছে মল্লিকার্জুন খার্গের নামের।

একুশে আসাদউদ্দিন-আব্বাসের বাংলার ভোটে পদার্পণ নিয়ে অমিত শাহের কোন সুর! প্রসঙ্গ তুললেন বাম-কংগ্রেসের

More MALLIKARJUN KHARGE News