কেন্দ্র,টুইটারকে নোটিস সুপ্রিম কোর্টের, ফেক নিউজ, দেশ বিরোধী টুইট ইস্যুতে ফের শোরগোল

টুইটার ইস্যুতে কেন্দ্র যখন একদিকে কোমর কষছে, তখনই এক বিজেপি নেতার দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে এদিন ফেক নিউড মেকানিজম সংক্রান্ত মামলায় কেন্দ্র ও টুইটারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

ফেক নিউজের মেকানিজম থেকে উস্কানিমূলক মেসেজ কীভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তা নিয়ে পিটিশন দায়ের হয়। সেই ইস্যুতেই কেন্দ্র ও টুইটার দুইপক্ষকেই নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। বিজেপি নেতা বিনীত গোয়েঙ্কার দায়ের করা পিটিশনে ভারত বিরোধী বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে লালকেল্লা কান্ডের পর সরকারের তরফে টুইটারকে বেশ কয়েকটি হ্যান্ডেল ডিলিট করে দিতে বলে কড়া বার্তা দেওয়া হয়।

টুইটারকে বলা হয়েছিল, কোনও রকমের পক্ষপাতিত্ব না কের টুইটার যেন উস্কানিমূলক পোস্টের দিকে নজর দিয়ে কড়া ব্যবস্থা নেয়। এরপর থেকেই দেখা যায় স্বদেশী সোশ্যাল মিডিয়া অ্যাপ 'কু' এর পক্ষে সায় দিতে শুরু করেছে বিজেপির একাংশ। যা পরেক্ষে টুইটারের বিরুদ্ধে প্রতিবাদেরই সামিল।

More SOCIAL MEDIA News