উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট
উত্তর ভারতে চলছে ঘন কুয়াশার দাপট। যা জেরে দিল্লিতে যাওয়া কিংবা দিল্লি ছেড়ে আসা বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে উত্তর ভারতের বাকি বিমানবন্দরগুলি থেকে বিমান চলাচলেও। অন্যদিকে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্ত এখনও অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে কুয়াশার কোনও সতর্কবার্তা নেই পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪ (১৩.৭ )
বালুরঘাট ১৪ (১০.৪)
বাঁকুড়া ১৪.৫ (১৪.১)
ব্যারাকপুর ১৩.৫ ( ১২.৫)
বহরমপুর ১৩.৪ (১৪ )
বর্ধমান ১৬.২ (১৪.৪)
ক্যানিং ১৭ (১৪)
কোচবিহার ১০.৭ ( ১১.৩)
দার্জিলিং ৭ (৫)
দিঘা ১৭.১ ( ১৬.৪ )
কলকাতা ১৮.১ ( ১৫.৫)
মালদহ ১৬.৫ ( ১৫.৭ )
পানাগড় ১১.৬ (১১.৬)
পুরুলিয়া ১২.১ (১২.১)
শিলিগুড়ি ১১.৪ (৭.৭ )
শ্রীনিকেতন ১৩.১ (১৩.৪)