করোনা ভাইরাস সংক্রমণ এখনও পুরোপুরি কােটনি। তারমধ্যেই ১১ মাস পর খুলল রাজ্যের স্কুলগুলি। সরকারি বেসরকারি সব স্কুলই খুলেছে। তবে কেবল মাত্রা নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল হচ্ছে। কড়া করোনা বিধি মেনেই স্কুল খোলা হয়েছে। ছাত্র ছাত্রীদের ছড়িয়ে ছিটিয়ে ক্লাসরুমে বসতে দেওয়া হচ্ছে। কলকাতা শহরের স্কুল গুলিতে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করে গিয়েছে।সকলেরই মুখে মাস্ক রয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যেই ১১ মাস খুলল রাজ্যের সব স্কুল। করোনা বিধি মেনেই রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুল খোলা হয়েছে। স্কুলে এসেছে নবম-দশম-একাদশও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। নির্দিষ্ট করোনা বিধি মেনেই তাঁদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে।তারসঙ্গে অভিভাবকদের সম্মতিও নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্যানিটাইজার,মুখে মাস্ক রয়েছে। স্কুলে ঢোকার আগে স্যানিটাইজার দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের।
দূরত্ব বিধি বজায় রাখতে ছাত্রছাত্রীদের ক্লাসে নির্দিষ্ট দূরত্বে বসানো হচ্ছে ছাত্র ছাত্রীদের। বেশি সংখ্য ক্লাসরুমে ব্যবহার করা হচ্ছে। ছাত্রছাত্রীদের ছড়িয়ে ছিটিয়ে বসানো হচ্ছে। তাঁদের প্র্যাক্টিকাল ক্লাস করোনা হচ্ছে দূরত্ব বিধি মেনে। ছাত্রছাত্রীরাও এই নিয়ে সতর্ক রয়েছে। করোনা সংক্রমণ থেকে ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে স্যানিটাইজ করা হচ্ছে স্কুল। বিশেষ করে শৌচাগার স্যানিটাইজ করা হচ্ছে ভাল করে।
করোনা সংক্রমণের কারণে কলেজ খোলা হচ্ছে না। তবে গবেষণাগার খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। খোলা হবে না হোস্টেলও। ছোটদের স্কুলও খোলা হবে না বলে জানিয়েছে শিক্ষাদফতর।