বামেদের বনধ ঘিরে বাড়ছে উত্তেজনা, শিয়ালদহ শাখায় অবরোধ, খেলা হবে স্লোগান দিয়ে মিছিল

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বামেদের ডাকা বনধের প্রভাব পড়তে শুরু করেছে জেলায় জেলায়। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বেলা গড়াতেই শিয়ালদহ ও হাওড়া শাখায় ট্রেন অবরোধ শুরু করেছে বাম কর্মী সমর্থকরা। যাদবপুরে রেল অবরোধ করেছেন বাম কর্মী সমর্থকরা। অন্যদিকে শিয়ালদহ মেইন শাখার কাছড়াপাড়া স্টেশনে রেললাইনে নেমে অবরোধ শুরু করেছেন বনধ সমর্থকরা। উত্তর পাড়ায় পুলিশকে চকোলেট বিলি কর অভিনব প্রতিবাদ দেখিয়েছেন বাম কর্মী সমর্থকরা। বনধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। সকাল থেকেই কোনও বেসরকারি বাস চলছে না।

উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বামেদের ডাকা বনধের প্রভাব পড়েছে। কোনও বেসরকারি বাস চলছে না। একাধিক জায়গায় বাম কর্মী সমর্থকরা পিকেটিং করছে বলে অবিযোগ। উত্তর ২৪ পরগনা, ক্যানিং, হাওড়া, হুগলি সহ একাধিক জায়গায় ধর্মঘটীরা মিছিল বের করেন। বেড়াচাঁপায় বিডিও অফিসের নামনে পথ অবরোধ বাম ও কংগ্রেস কর্মীদের। বামেদের বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। দুই ২৪ পরগনায় বনধের ভাল প্রভাব পড়েছে। সোদপুর-বারাসত রোড অবরোধ করে বাম কর্মী সমর্থকরা এই নিয়ে পুলিশের সঙ্গে গণ্ডগোল হয় তাঁদের। দক্ষিণ বারাসতে কুলপি রোড অবরোধ।

বামেদের বনধের প্রভাব পড়েছে শিয়ালদহ ও হাওড়া শাখার ট্রেন চলাচলেও। যাদবপুর স্টেশনে রেল লাইনে কলাপাতা ফেলে রেল অবরোধ করেন বনধ সমর্থকরা। ক্যানিং, সোনারপুরেও রেল নাইনে বসে অবরোধ বাম কর্মী সমর্থকদের। কাঁচড়াপাড়া রেলস্টেশনে রেল অবরোধ। ডোমজুড় স্টেশনেও রেল অবরোধ করেন ধর্মঘটীরা। একাধিক স্টেশনে থমকে রয়েছে ট্রেন। রেল অবরোধের জেরে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবারেও রেল লাইনে অবরোধ করেন বামেরা।

বনধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। সকাল েথকেই রায়গঞ্জে ট্রেন অবরোধ করা হয়। সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী সমর্থকরা। দীর্ঘক্ষণ অবরোধের পর শেষে রেল চলাচল শুরু হয়। তবে কোনও বাস চলছে না। মালদহেও একই ছবি দেখা গিয়েছে বনধের। একাধিক জায়গায় পথ অবরোধ চলছে মালদহ শহরে. ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পিকেটিং করছেন বা

More LEFT FRONT News