আইপিএল ২০২১ নিলাম : গেইলের মতো সারপ্রাইজ কলের আশায় শ্রীসন্থ

২০২১ সালের আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের যে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে, তা থেকে বাদ পড়েছেন নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরা এস শ্রীসন্থ। যদিও তাতে হাল ছাড়তে রাজি নন ২০১১-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। বরং কোনও এক সারপ্রাইজ কলের অপেক্ষায় রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

গেইলের উদাহরণ দিলেন শ্রীসন্থ

২০১১ সালের আইপিএল নিলামে কিংবদন্তি ক্রিস গেইলকে কোনও দলই কেনেনি। কিন্তু পরে তাঁকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেবার সারপ্রাইজ কল পেয়েছিলেন 'ইউনিভার্স বস'। সেভাবে তিনিও ২০২১ সালের আইপিএল খেলবেন বলে বিশ্বাস করেন কেরলের ফাস্ট বোলার।

নেই শ্রীসন্থের নাম

আইপিএল ২০২১ সালের নিলামের জন্য যে ২৯২ জন ফুটবলারের নাম চূড়ান্ত করা হয়েছে, তাতে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার এস শ্রীসন্থের নাম নেই। তাতে কিছুটা হলেও হতাশ হয়েছেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার দায়ে নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফেরা শ্রীসন্থ সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাধ্যমে বাইশ গজে কামব্যাক ঘটান।

আইপিএল ২০২১-এর নিলাম

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হবে। বিকিকিনির জন্য ২৯২ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরও রয়েছেন।

কবে শুরু হবে আইপিএল

এখনও পর্যন্ত যা খবর, ২০২১ সালের আইপিএল ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে। এপ্রিলে শুরু হতে চলেছে টুনামেন্ট। মে পর্যন্ত চলতে পারে আইপিএল।

More IPL 2021 News