জ্বালানি তেলের দামে আগুন, ১০০ ছুঁই ছুঁই পেট্রোল, কলকাতায় কোথায় পৌঁছল দাম জেনে নিন

পর পর চার দিন বাড়ল দাম। আরও মহার্ঘ হল জ্বালানি তেল। আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম বাড়ল শহরে। ২৬ থেকে ২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম বেড়েছে ৩৪ থেকে ৩৮ পয়সা। অর্থাৎ ডিজেলের দাম বেশি বেড়েছে শহরে। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৯০টাকা ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতেও ৯০ ছুঁই ছুঁই পেট্রোলের দাম। কলকাতাতেও তাই অবস্থা।

More PETROL News