দিল্লি ও এনসিআর এলাকায় এদিন রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর ভারতের আরও কিছু এলাকায় এই কম্পন টের পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই কম্পনের উৎপত্তিস্থল জম্মু ও কাশ্মীর হতে পারে প্রাথমিকভাবে মনে করা হলেও জানা গিয়েছে তাজিকিস্তানে ভূমিকম্পের ফলেই উত্তর ভারতে এই কম্পন অনুভূত হয়েছে।
এদিন তাজিকিস্তানে ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী আফগানিস্তান থেকে ২৮৫ কিলোমিটার দূরে এই কম্পনের উৎপত্তিস্থল।
এদিন পাঞ্জাবে যে কম্পন অনুভূত হয়েছে তার মাত্রা রিখটার স্কেলে ৬.১। অমৃতসরে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।