সম্পূর্ণ অন্যরকম উইকেট
অক্ষর প্যাটেলের প্রথম একাদশে থাকা চূড়ান্ত হলেও দলের প্রথম একাদশ খোলসা করেননি বিরাটের ডেপুটি। তিনি বলেন, সকলেই দৌড়ে রয়েছেন। সেরা কম্বিনেশন নামানো হবে। উইকেট প্রসঙ্গে তিনি বলেন, এই টেস্টের উইকেটটা সম্পূর্ণ অন্যরকম, দেখে তেমনটাই মনে হচ্ছে। প্রথম টেস্টের উইকেটে প্রথম দুই দিন পেসার, স্পিনার কেউ সহায়তা পাননি। যদিও বোলাররা কিন্তু খারাপ বোলিং করেননি। তবু উইকেটে কিছু না থাকায় ইংল্যান্ড ১৯০ ওভারে ৫৭৮ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে অশ্বিন-সহ স্পিনাররা ভালো বল করেছেন, উইকেট পেয়েছেন। তবে আগের টেস্টে কী হয়েছে তা মাথায় রাখছি না। আমরা এই পরিবেশ ভালো চিনি। সেরাটা দিতেই সকলে মাঠে নামব। উইকেটে প্রথম দিনই বল ঘুরবে বলে মনে হচ্ছে। তবে প্রথম সেশনে উইকেট কেমন আচরণ করে তা দেখতে হবে ধৈর্য্য ধরে। তারপর সেশন ধরে ধরে এগোতে হবে। আমাদের পরিকল্পনা তৈরি।
নো বল আর ক্যাচ ফেলা নিয়ে
চিপকে প্রথম টেস্টে ২৭টি নো বল করেছেন ভারতীয় বোলাররা। ৩১টি ক্যাচের সুযোগ ফস্কাতে হয়েছে। এ প্রসঙ্গে রাহানে বলেন, এমনটা যাতে না হয় সে ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। কেউ ইচ্ছা করে ক্যাচ ফেলে না। তবে ভারতে ক্লোজ-ইন ক্যাচগুলি ধরলে দলের সুবিধা হয়। ক্যাচ ধরার ক্ষেত্র্রে আত্মবিশ্বাসটা জরুরি। ক্লোজ ক্যাচ সত্যিই গুরুত্বপূর্ণ। আর এত নো বল হওয়ায় আমরা সকলেই হতাশ, বোলাররা ত্রুটি শোধরানোর চেষ্টা করছেন।
মশলা পাবেন না
চেন্নাই টেস্টে হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, দলের ক্রিকেটারদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ সঠিক ছিল না। দ্বিতীয় ইনিংসে যেমন ছিল, তেমনটা প্রথম ইনিংসে দেখা যায়নি। অজিঙ্ক রাহানের হাতে বিরাট কোহলির অধিনায়কত্বের ব্যাটন ফের নেওয়া এবং ভারতের পরাজয়ের পর থেকে রাহানে-বিরাট সম্পর্ক নিয়ে চর্চা সব মহলে। বিরাট যেমন আগে অফ ফর্মে থাকা রাহানের পাশে থেকে বার্তা দিয়েছিলেন তেমনই রাহানেকে বিরাটের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে একই পথে হাঁটলেন ডেপুটি। তিনি বলেন, অনেক সময় দীর্ঘক্ষণ মাঠে থাকার ফলে খেলোয়াড়দের এনার্জি কম থাকে। চেন্নাই টেস্টে এনার্জি কম থাকার সঙ্গে বিরাটের ফের অধিনায়কত্বে ফেরার কোনও সম্পর্ক নেই। বিরাটই আমার ক্যাপ্টেন, ক্যাপ্টেনই থাকবে। এখানে কোনও মশলা পাবেন না। উল্লেখ্য, এর আগে ঠিক এভাবেই সাংবাদিকদের বিতর্কের ইন্ধন জোগানোর মতো প্রশ্ন সপাটে মাঠের বাইরে পাঠান বিরাট।