বেআইনি লেনেদেন মামলায় জামিন প্রাক্তন আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও চন্দা কোছারের

আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন অর্থ নয়ছয়ের মামলায় শুক্রবার জামিন পেলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছার। স্পেশাল পিএমএলও আদালত পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করেন।

৩০ জানুয়ারি বিশেষ পিএমএলএ আদালত চন্দা কোছার, তাঁর স্বামী দীপক কোছার, ভিডিওকন গ্রুপের প্রোমোটর বেণুগোপাল ধুত এবং অন্য অভিযুক্তদের সমন পাঠায়। এর আগে আদালতে চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চন্দা কোছার আদালতে উপস্থিত হওয়ার পর তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল জামিনের আবেদন করেন।

এরপরই আদালত ৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করে। চন্দা কোছারের আইনজীবী জানান যে এই মামলায় তিনি তদন্তে সহায়তা করবেন। যদিও ইডি খুব দৃঢ়ভাবে এই জামিনের বিরোধিতা করেছিল। তবে চন্দা কোছারের আইনজীবী আদালতকে জানিয়েছেন যে তাঁর মক্কেল সব ধরনের নথি তদন্তকারী অফিসারদের জমা দিয়েছেন।

প্রসঙ্গত, ভিডিওকন গোষ্ঠীকে বেআইনিভাবে ১৮৭৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে চন্দার বিরুদ্ধে। আর ভিডিওকনের মাধ্যমে উপকৃত হয়েছে চন্দার স্বামী দীপক কোছারের সংস্থা। এই ঘটনায় চন্দা, দীপক এবং ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধৃতের বিরুদ্ধে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে মামলা করে ইডি।

সিবিআইয়ে এফআরআইয়ের ভিত্তিতে এই মামলা করা হয়। এরপর বেসরকারি ব্যাঙ্কটির শীর্ষ পদ থেকে বরখাস্ত করা হয় চন্দাকে। যদিও চন্দার দাবি তিনি ব্যাঙ্ক থেকে ইস্তফা দিয়েছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বরে ইডি দীপক কোছারকে গ্রেফতার করে।

তৃণমূলের 'দুয়ারের সরকারে'র পাল্টা কৌশল, রাজ্যের নেতাদের অ্যাসাইনমেন্ট দিলেন অমিত শাহ

More ICICI BANK News