আব্বাস-আসাদ জোট ফ্যাক্টর ও অমিত শাহ
এক বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে অমিত শাহ কার্যত দিলীপ ঘোষের মতো করেই আসাদউদ্দিন ওয়েইসির বঙ্গের ভোটে লড়া নিয়ে বার্তা রেখেছেন। তিনি বলেছেন, 'আমরা বলতে পারি না আসাদউদ্দিন ওয়েইসিকে যে তিনি যেন শুধু হায়দরাবাদ নির্বাচনেই অংশ নেন। প্রতিটি পার্টির অধিকার রয়েছে নিজের পরিধি বাড়ানোর আর ভোটে লড়ার। '
মিম কি তাহলে বিজেপির বি টিম?
প্রসঙ্গত, বিহার ভোটের ফলাফলের পর থেকে বিরোধীরা কার্যত মিমকে বিজেপির বি টিম হিসাবে আখ্যা দিতে শুরু করে দিয়েছে। বিহারে বহু জায়গায় কংগ্রেস-আরজেডির পক্ষের মুসলিম ভোটকে মিম গ্রাস করে বিজেপিকে অ্যাডভান্টেজ পাইয়ে দিয়েছে বলেও দাবি করেছে কংগ্রেস সহ বিরোধীরা। সেই প্রেক্ষিতে অমিত শাহের বক্তব্য, 'এটা কেউ বিশ্বাস করবে না।' তিনি বলেছেন কোনও পার্টিকে বেছে নেওয়া সম্পূর্ণ জনতার ওপর নির্ভর করে।
পীরজাদা-কংগ্রেস-বামেদের জোট কি বিজেপিকে ধাক্কা দেবে?
এদিকে, রাজ্যে আসাদউদ্দিনের পা রাখার সঙ্গে সঙ্গেই প্রসঙ্গ উঠছে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকিরও। আব্বাসের সঙ্গে বাম আর কংগ্রেস জোট বাঁধলে কি মুসলিম ভোটব্যাঙ্কের ইস্যুতে বিজেপি বড় ধাক্কা খাবে? এই কৌতূহল অনেকের মনে। তবে বিজেপির ভোট রাজনীতির চাণক্য অমিত শাহ বলছেন, 'যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারব না সেটা নিয়ে ভেবে কী লাভ?' এরপরই তাঁর বক্তব্য,' তারা আলাদা আলাদা দল। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। আমরা শুধু বাংলার মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে চাই। আমার বিশ্বাস বাংলায় ২০০ এর বেশি আসন আমরা জিতব। '
বিজেপির তরফে বাংলার মুখ্যমন্ত্রী কে?
বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে। প্রশ্ন উঠছে এই পদে শুভেন্দুদের মতো তৃণমূল ছেড়ে আসা নেতারা থাকছেন কী না। সেই জায়গা থেকে অমিত শাহ বলছেন, বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। অমিত বলেন, 'পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে হবে বাংলায়'। মুহূর্তে পাল্টা প্রশ্নে সঞ্চালক জিজ্ঞাসা করেন যে তাহলে কি তৃণমূল থেকে বিজেপিতে আসা কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবেন না? উত্তরে অমিত শাহ বলেন, 'আমি তা বলিনি'।
'মমতা যেখানে দাঁড়াবেন সেখানে হারানোর চেষ্টা করব'
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ নিয়ে ওই বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে আলোচনা হয়। সেখানে নন্দীগ্রাম থেকে অমিত শাহকে লড়াই করার যে চ্যালেঞ্জ মমতা দিয়েছেন তা নিয়ে অমিত শাহ বলেন, তিনি নির্বাচিত প্রতিনিধি ফলে তিনি লড়াই করবেন না। তবে 'মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে লড়বেন সেখান থেকে তাঁকে হারানোর চেষ্টা করব।'