যোগীকে মাত দেওয়ার রসদ খুঁজে পেলেন প্রিয়াঙ্কা গান্ধী, ফের মাথা তুলে দাঁড়াতে পারবে কংগ্রেস?

কৃষক আন্দোলনের মাঝেই এবার সলতে পাকাতে শুরু করে দিল জাতীয় কংগ্রেস৷ কেন্দ্রের আনা নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমানায় ধরনা দিচ্ছেন কৃষকরা৷ তাতে সায় দিয়েছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পশ্চিমাংশের কৃষকরাও৷ আর এতেই ভিত শক্ত করার রসদ খুঁজে পাচ্ছে কংগ্রেস৷

ক্ষমতায় এলে কেন্দ্রীয় তিন কৃষি আইন বাতিল করবে কংগ্রেস

এদিন উত্তরপ্রদেশের সাহারানপুরে কৃষকদের মহাপঞ্চায়েতে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রতিশ্রুতি দেন, 'ক্ষমতায় ফেরালে কেন্দ্রীয় তিন কৃষি আইন বাতিল করবে কংগ্রেস।' নয়া আইন কৃষক স্বার্থবাহী বলে দাবি করছে মোদী সরকার। যা নস্যাৎ করেছেন প্রিয়াঙ্কা। তাঁর কথায় এই কৃষি আইনের দরুন ফসলের মজুতদারি বাড়বে।

নির্বাচনে সুফল পাওয়ার স্বপ্ন

কৃষক সম্প্রদায়ের এই মনোভাব কাজে লাগিয়েই আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচনে সুফল পাওয়ার স্বপ্ন দেখছে সোনিয়া গান্ধীর দল৷ কৃষক আন্দোলনের সমর্থনে বুধবার থেকেই মাঠে নেমেছে কংগ্রেস৷ শুরু করেছে তাদের নিজস্ব 'কৃষি-বিরোধী আইন' আন্দোলন৷

'কিষাণ পঞ্চায়েত'-এও যোগ দেবেন প্রিয়াঙ্কা

সূত্রের খবর, এই আন্দোলনের নেতৃত্বে থাকবেন স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী৷ এই উপলক্ষ্য়ে যোগীরাজ্য়ে চারদিনের একটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি৷ আগামী ১৩ ও ১৬ ফেব্রুয়ারি যথাক্রমে মীরাট ও বিজনৌরে সভা করবেন প্রিয়াঙ্কা৷ এছাড়া, ১৮ ফেব্রুয়ারি মথুরায় 'কিষাণ পঞ্চায়েত'-এও যোগ দেবেন কংগ্রেসের জাতীয় সম্পাদক৷

কর্মসূচিতে কৃষক নেতারাও অংশ নিতে পারেনন

প্রসঙ্গত, এর আগে আন্দোলনরত এক কৃষকের মৃত্য়ুর পর উত্তরপ্রদেশে এসে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা৷ যা নিয়ে আলোচনাও হয় বিস্তর৷ এবার কৃষক আন্দোলনকেই সামনে রেখে ফের উত্তরপ্রদেশে রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করছে কংগ্রেস৷ তাঁর কর্মসূচিতে কৃষক নেতারাও অংশ নিতে পারেন৷

More ELECTION News