গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৯২৩ ,দৈনিক মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১২,৯২৩ জন। এদিন এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে আক্রান্তের সংখ্যা যে করোনা মুক্তদের দৈনিক সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে পরিসংখ্যানে।

এদিকে, বুধবারের করোনা গ্রাফ দেশে খানিকটা উদ্বেগ তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,০৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১,০৮,৫৮,৩৭১ জন।গতকালকের পরিসংখ্যান বলেছে, দেশে করোনা টিকাকরণের সংখ্যাও বেড়েছে। এখনও পর্যন্ত ৬৬,১১,৫১১ জনের টিকাকরণ হয়েছে। এদিকে, আজ করোনা মুক্তদের সংখ্যা দৈনিক দাঁড়িয়েছে ১১,৭৬৪ জনে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৯২৩ জনে।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০৮,৭১২৯৪ জন। করোনা থেকে মোট মুক্তি পেয়েছেন ১০৫৭৩৩৭২ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১০৮ জন। কয়েকদিন আগে এই দৈনিক মৃতের সংখ্যা ১০০ এর নিচে নামতে দেখা গিয়েছে।দেশে করোনার জেরে মোট মৃতের সংখ্যা ১৫৫৩৬০ জন। সক্রিয় আক্রান্ত ১৪২,৫৬২ জন। মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৭০১৭১১৪ জনকে।

More INDIA News