জোটে থাকছে কোন কোন দল ?
সূত্রের খবর, অসম ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে অসম পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। এই জোটে থাকছে রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল, পলিটিকাল জাস্টিস পার্টি (পিজেপি), ভারতীয় গণ পরিষদ, মাইনোরিটি পিপলস পার্টি, ন্যাশানাল রোড ম্যাপ পার্টি অফ ইন্ডিয়া, সেকুলার ইনকিলাব পার্টি এবং আপন জনতা পার্টির মতো ৭টি ছোট দল।
পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের হাত ধরে অসমের রাজনীতিতে নয়া মোড় ?
একদিকে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের আবহে এই নয়া জোটের সমীকরণ আসন্ন নির্বাচনে অসমের রাজ্য-রাজনীতিতে নতুন কোনও ছাপ ফেলতে পারে কিনা এখন সেটাই দেখার। এদিকে এদিনই এই জোট ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে নয়া বার্তা দিতে দেখা যায় পলিটিকাল জাস্টিস পার্টির (পিজেপি) রাজ্য সভাপতি শান্তনু মুখোপাধ্যায়কে।
আম-আদমির সমস্যা সমাধানে ব্যর্থ সরকার
দিসপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, " পূর্ববর্তী সরকার এবং বর্তমান সরকার অসমের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। রাজ্যের উন্নয়নে জনগণের সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতা গোটা রাজ্যবাসী দেখেছে। ক্ষমতায় আমাদের সরকার সাধারণ মানুষের সমস্ত সমস্যার সমাধান সর্বত ভাবে করার চেষ্টা করবে।" এমনকী আসন্ন নির্বাচনে পিজেপি ৭০টির বেশি আসনে লড়াইয়ে নামতে চলেছে বলেও তিনি জানান।
১২৬টি বিধানসভা আসনেই লড়াইয়ের বার্তা
অন্যদিকে সদ্য গঠিত পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আসন্ন নির্বাচনে রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রেই লড়াইয়ে নামতে চলেছে বলে খবর। অন্যদিকে লড়াইয়ের শুরুতেই সিএএ-এনআরসি নিয়ে কড়া অবস্থান নিচ্ছেন জোটের নেতারা। এমনকী পিডিএ-র সরকার ক্ষমতায় এলে নয়া নাগরিকত্ব আইন বাতিলেরও প্রতিশ্রুতি মিলেছে জোটের নেতাদের তরফে।