ভারত সফরে টি ২০ সিরিজের জন্যও শক্তিশালী দল ঘোষণা ইংল্যান্ডের

চার টেস্টের সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে জো রুটের ইংল্যান্ড। বাকি ৩টি টেস্ট। শেষ দুটি টেস্টের পাশাপাশি আমেদাবাদে হবে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। খেলাগুলি হবে মার্চের ১২, ১৪, ১৬, ১৮ ও ২০ তারিখ। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই দলের রোটেশন নিয়ম মেনে দেশে ফিরেছেন জশ বাটলার।

তিনি পরের তিনটি টেস্টে না খেললেও টি ২০ সিরিজের দলে রয়েছেন। রোটেশনের নিয়ম মেনে জনি বেয়ারস্টোকেও ভারতে প্রথম দুটি টেস্টের দলে রাখা হয়নি। তবে তিনিও আজ ঘোষণা হওয়া টি ২০ সিরিজের দলে রয়েছেন। টেস্ট সিরিজে বিশ্রামে থাকা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা অলরাউন্ডার সাম কুরানকেও এই দলে রাখা হয়েছে। জো রুট, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে সাদা বলের ক্রিকেটে দেখা না গেলেও জোফ্রা আর্চারকে টি ২০ দলে রাখা হয়েছে।

তার অর্থ চলতি টেস্ট সিরিজে তাঁকেও বিশ্রাম দেওয়া হবে। আইপিএল নিলামে যাঁকে ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে বলে মনে করা হচ্ছে সেই ডেভিড মালানও রয়েছেন ইংল্যান্ডের শক্তিশালী টি ২০ দলে। যাঁরা টেস্ট দলের সঙ্গে নেই তাঁরা ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন ২৬ ফেব্রুয়ারি। একদিনের সিরিজের দল পরে ঘোষণা করা হবে। তবে বিগ ব্যাশে শতরান করা-সহ দুরন্ত ফর্মে থাকা অ্যালেক্স হেলস জাতীয় দলে ডাক পাননি। ২০১৯ বিশ্বকাপের আগে ডোপ টেস্টে তিনি উত্তীর্ণ হতে পারেননি।

ইংল্যান্ডের টি ২০ দল: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, জোফ্রা আর্চার, জনাথন বেয়ারস্টো, সাম বিলিংস, জস বাটলার, সাম কুরান, টম কুরান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রসিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, মার্ক উড। রিজার্ভে রাখা হয়েছে জ্যাক বল ও ম্যাট পার্কিনসনকে।

আইপিএলে যাঁদের নিতে পারেন ধোনি-রোহিতরা

More CRICKET News