নজরে রাজবংশী-মতুয়া ভোট, কোন রুটে বঙ্গ দখলের চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন অমিত শাহ

বৃহস্পতিবার কাকভোরে গুয়াহাটি পৌঁছালেন অমিত শাহ। আজ অসমের চিরাগ জেলায় কোচ রাজবংশীয় 'মহারাজা' তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান অনন্ত রায়ের সঙ্গে বৈঠক করবেন। এরপর কোচবিহারে এসে বঙ্গ বিজেপির চতুর্থ 'পরিবর্তন যাত্রা'র সূচনা করবেন শাহ।

কোচবিহারে চতুর্থ 'পরিবর্তন যাত্রা'র সূচনা করবেন অমিত শাহ

গতকাল আমিত শাহ টুইট করে জানান, কোচবিহারে চতুর্থ 'পরিবর্তন যাত্রা'র সূচনা করবেন৷ পরে ঠাকুরনগরে জনসভা করবেন। এরপর তিনি কলকাতায় দলের সোশাল মিডিয়া স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করবেন। ঠাকুরনগরে হরিচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করারও কথা রয়েছে তাঁর।

বিজেপির রাজনৈতিক গতিবিধি বৃদ্ধি পেয়েছে রাজ্যে

আসন্ন বিধানসভা নির্বাচন পাখির চোখ করে দুই রাজ্য অসম ও পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক গতিবিধি বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় নেতারা এই দুই রাজ্যে নিয়মিত আসছেন। গত ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম ও পশ্চিমবঙ্গে এসে একাধিক প্রকল্পের সূচনা ও দলীয় জনসভা করেন৷

দুপুরে মতুয়া গড়ে অমিত শাহ

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর ৩টে ২০ নাগাদ উত্তর ২৪ পরগনার মতুয়া ঠাকুরনগরে পৌঁছবেন অমিত শাহ। প্রথমেই হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজো দেবেন। তারপর বেলা পৌনে চারটেয় ঠাকুরনগরের জনসভায় বক্তব্য রাখতে উঠবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।

সিএএ কার্যকর হবে কবে?

কিন্তু, সিএএ কার্যকর করার মতুয়াদের মূল দাবি যে বিধানসভা ভোটের আগে পূর্ণ হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, সিএএ কার্যকর করার জন্য রাজ্যসভা এবং লোকসভার কমিটির তরফে কেন্দ্রকে ৯ এপ্রিল থেকে ৯ জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এদিকে ঠাকুরনগরের সভার পর কলকাতায় সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অমিত শাহ। সন্ধ্যা ৬টায় সায়েন্স সিটি অডিটরিয়ামে দলের সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করবেন তিনি।

More AMIT SHAH News