মায়ানমারে সেনা অভ্যুত্থানে ক্ষুব্ধ আমেরিকা, নিষেধাজ্ঞা চাপানোর ঘোষণা বাইডেনের

মায়ানমারে সেনা অভ্যুত্থানে ক্রুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফের মায়ানমারের উপর নিষেধাজ্ঞা চাপানোর ঘোষণা করলেন। সে দেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক মহলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘও। মায়ানমারে অভ্যুত্থানে জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশ বুধবার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেনা

মায়ানমারে জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি সে দেশের নির্বাচিত প্রশাসক তথা নোবেলজয়ী আন সান সু চি-কে আটক করে রাখাকে দেশের গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি চরম আঘাত বলে বর্ণনা করেছেন বাইডেন। এর আগে গত সপ্তাহে মায়নমারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জরুরি বৈঠকে বসছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।

মায়ানমারের সেনাবাহিনীকে বাইডেনের নির্দেশ

মায়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে টেলিকমিউনিকেশনের উপর নিয়ন্ত্রণ তুলে নিতে ও সাধারণ মানুষের উপর হিংসার ঘটনা বন্ধ করতেও বলেছেন বাইডেন। বাইডেনের বক্তব্য, 'অবিলম্বে সরকারের ক্ষমতা ফিরিয়ে দিতে এবং আটক করা সমাজকর্মী ও আধিকারিকদের মুক্তি দিতে মায়ানমারের সেনাবাহিনীর উপর চাপ তৈরি করার জন্য আন্তর্জাতিক মহলকে একজোট হয়ে এক সুরে গলা চড়াতে হবে।'

পরপর কড়া পদক্ষেপ বাইডেনের

মায়ানমারের সেনাকর্তাদের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা তাদের পরিবারের সদস্য ও তাদের সঙ্গে জড়িত ব্যবসার ওপর কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে মায়ানমার সরকারের রাখা একশ কোটি ডলার অর্থ যেন সামরিক সরকার না পেতে পারে সে বিষয়েও পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন সরকার।

সান সু চি কে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন

মায়ানমারের সেনাবাহিনীর হাতে আটক হন সু চি৷ আটক করা হয় দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ঊ উইন মিন্টকেও৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন এবং আমদানি রপ্তানি আইন ভঙ্গের অভিযোগে দুই জনকেই ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হেপাজতে নেওয়া হয়৷ এই আবহে অভ্যুত্থান পরিবর্তন করে অন সান সু চি কে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

More USA News