সরকার চলে সংখ্যাগরিষ্ঠতায়, দেশ চলে ঐক্যমত্যে, দীনদয়ালের মৃত্যুদিবসে 'স্বদেশি' বার্তা মোদীর

বিজেপি (bjp) রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না। ঐক্যমত্যকে মূল্যবান বলেই তারা মনে করে। দিল্লিতে দীনদয়াল উপাধ্যায়ের (deendayan Upadhyay) ৫৩ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তিনি উল্লেখ করেন বিজেপি সরকার ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দেশের প্রতি কাজের জন্য রাষ্ট্রীয় সম্মান দিয়েছে।

রাজনীতির ওপরে রাষ্ট্রনীতি

এদিন প্রধানমন্ত্রী বিজেপি সাংসদদের উদ্দেশে বলেন গেরুয়া দল সবসময়ই রাজনীতির ওপরে রাষ্ট্রনীতিকে স্থান দিয়েছে। পাশাপাশি রাজনীতিক বিরোধীদেরও সম্মান দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, দেশে যখন বড় বড় পরিবর্তন হচ্ছে, দেশবাসীরা গর্ব অনুভব করছএন। প্রধানমন্ত্রী বলেন, তাঁরা দেশের কৃতি সন্তানদের স্বপ্ন পূরণ করছে দেখে গর্ব বোধ করছেন। তিনি আরও বলেন, তাঁদের আদর্শ দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং তা জাতীয় স্বার্থেই। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার সুভাষচন্দ্র বসু, বিআর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মান দিয়েছে।

সরকার বিরোধীদেরও দিয়েছে সম্মান

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ম সম্মানে ভূষিত করেছে। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার দিয়েছে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে। নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসসি জামিরকেও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। এঁরা সবাই কংগ্রেসের বলে উল্লেখ করেছেন তিনি। এব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তিনি সংসদেই বলেছেন, সরকার চলে সংখ্যাগরিষ্ঠতায়, কিন্তু দেশ চলে ঐক্যমত্যে। তিনি বলেছেন, তাঁরা ঐক্যমত্যের রাজনীতিতে গুরুত্ব দেন। তিনি বলেছেন, তাঁরা শুধু সরকার চালাতে আসেননি, দেশকে এগিয়ে নিয়ে যেতে এসেছেন। নির্বাচনে তাঁরা একে অপরের বিরুদ্ধে লড়াই করেন, এর অর্থ এই নয় কেই কাউকে সম্মাণ করব না।

আত্মনির্ভর ভারতের পিছনে রয়েছেন দীনদয়াল উপাধ্যায়

দীনদয়াল উপাধ্যায় ছিলেন জনসংঘের পূর্বসূরি। তিনিই রয়েছেন, আত্মনির্ভর ভারতের পিছনে। দেশের অর্থনীতির উন্নয়নে আত্মনির্ভর ভারতের ওপরে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, বিদেশ নীতিতে ভারত 'দেশ আগে' নীতি অনুসরণ করছে। এব্যাপারে ভারত কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৫-র ভারত-পাক যুদ্ধের সময় অস্ত্রের জন্য বিদেশের ওপরে নির্ভর করত। সেই সময় দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন, ভারতকে শুধু কৃষিতেই স্বনির্ভর হলে চলবে না অস্ত্রেও স্বনির্ভর হতে হবে। এখন ভারত তেজসের মতো জেট তৈরি করছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী.

দেশীয় জিনিস ব্যবহার করুন, বললেন মোদী

এদিন প্রধানমন্ত্রী দলের সাংসদের উদ্দেশে বলেন, প্রতিদিন তাঁরা যেসব জিনিস ব্যবহার করেন, তার যেন একটা তালিকা তৈরি করেন। সেই তালিকায় বিদেশি জিনিস বর্জন করে, দেশে তৈরি সেই জিনিসের বিকল্প যেন ব্যবহার করেন।

নতুন বছরে শহরবাসী পেতে চলেছে নয়া রুটে মেট্রো পরিষেবা

More NARENDRA MODI News